নয়াদিল্লি: কুস্তিগিরদের যৌন হেনস্থা করার বড়সড় অভিযোগে বিদ্ধ ভারতীয় কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা তাঁর বিরুদ্ধে আওয়াজ তুলে দীর্ঘ দিন ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়েছেন। কিন্তু কয়েকদিন আগে কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা আশ্বাস পান, ১৫ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি হবে। সেই প্রেক্ষিতে তারা বিক্ষোভ কিছুদিন বন্ধ রেখেছিলেন। আজ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পকসো ধারায় মামলা খারিজ করার আর্জি জানিয়েছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে দিল্লি পুলিশ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ১০০০ পাতার চার্জশিট পেশ করে। তবে নাবালিকা কুস্তিগিরকে যৌন হেনস্থা করার যে মামলা তা খারিজ করে দেওয়ার আবেদন জানান হয় আদালতে। কারণ ইতিমধ্যেই নাবালিকা কুস্তিগিরের বাবা স্পষ্ট জানিয়েছেন যে, মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে। পুলিশ আগেই জানিয়েছিল যে, এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ তারা পায়নি। তাই পকসো মামলা খারিজ করার আর্জি জানানো হয়েছে। তবে চার্জশিটে যে যে মামলা ব্রিজভূষণের বিরুদ্ধে উল্লেখ করা রয়েছে তা হল জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা, অশালীন মন্তব্য, উত্যক্ত করা। এর মধ্যে একটি মামলা জামিন অযোগ্য।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও ‘ন্যাটো’তে যোগ দিলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হবে।” width=”853″>
প্রসঙ্গত, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্না শুরু করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো কুস্তিগিররা। সেই সময় দিল্লি পুলিশ তাঁদের জোর করে আটক করে। এই ঘটনার পরে দেশের হয়ে জেতা সব পদক হরিদ্বারে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সব শেষ পর্যন্ত তেমনটা কেউই করেননি।