প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে ধস, দিশেহারা ২০০০ পর্যটক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে ধস, দিশেহারা ২০০০ পর্যটক

গ্যাংটক: বাংলায় গরম দিনদিন বাড়ছে। তাপপ্রবাহের পরিস্থিতি যাচ্ছে না। এদিকে পড়শি রাজ্য সিকিমে প্রবল বৃষ্টি এবং তাতে কার্যত নাহেজাল অবস্থা পর্যটকদের। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির জেরে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে, তাতে রাস্তা বন্ধ হয়ে গিয়ে আটকে পড়েছেন অন্তত ২ হাজার পর্যটক। তাদের বাড়ি ফেরা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। তাদের যাতে নিরাপদে বাড়ি ফেরানো যায়, সেই চেষ্টাই করছে রাজ্য প্রশাসন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ নং জাতীয় সড়কে ধস নামায় লাচুং, লাচেন, ইয়ুমথাংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে চুংথাংয়ের যাওয়ার রাস্তাও এখন সম্পূর্ণ বন্ধ। তাই ওই এলাকায় থাকা সকল পর্যটকের এখন গ্যাংটকে নেমে আসাই বড় চ্যালেঞ্জ। শেষ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টির জন্য একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং তাতে আরও বেশি ভয়ানক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। যদিও ইতিমধ্যে রাস্তা সাফাইয়ের কাজ শুরু হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজে নেমেছে সেনা।