শিক্ষক নিয়োগে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘পাগল’ হয়ে যাচ্ছেন মমতা!

হাওড়া: শিক্ষক নিয়োগ ও কলেজে পার্ট টাইন শিক্ষক নিয়োগ ইস্যুতে এবার কড়া ভাষায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য শিক্ষা দপ্তর ‘হাজার জানলা’ নিয়ে ‘পাগল’ হয়ে যাচ্ছেন বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী৷ হওড়ার প্রশানিক সভা থেকে কলেজের পার্টটাইম শিক্ষকদের নিয়োগে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ জানান, পার্ট টাইম শিক্ষকদের নতুন নামকরণ নতুন নাম দেওয়া হচ্ছে৷ স্টেট এডেড হিসাবে

শিক্ষক নিয়োগে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘পাগল’ হয়ে যাচ্ছেন মমতা!

হাওড়া: শিক্ষক নিয়োগ ও কলেজে পার্ট টাইন শিক্ষক নিয়োগ ইস্যুতে এবার কড়া ভাষায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য শিক্ষা দপ্তর ‘হাজার জানলা’ নিয়ে ‘পাগল’ হয়ে যাচ্ছেন বলেও মন্তব্য মুখ্যমন্ত্রী৷

হওড়ার প্রশানিক সভা থেকে কলেজের পার্টটাইম শিক্ষকদের নিয়োগে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ জানান, পার্ট টাইম শিক্ষকদের নতুন নামকরণ নতুন নাম দেওয়া হচ্ছে৷ স্টেট এডেড হিসাবে তাঁদের নামকরণ করা হবে৷ কলেজ চুক্তিভিত্তিক গেস্ট টিচারদের দুই ক্যাটাগরিতে ভাগ করার কথাও জানান মুখ্যমন্ত্রী৷ যোগ্যতা থাকলে ক্যাটাগরি ওয়ান, যোগ্যতা না থাকলে ক্যাটাগরি ২ রাখার ঘোষণা করা হয়েছে৷ ইউজিসির রুল অনুযায়ী প্রশিক্ষত ও অপ্রশিক্ষতদের দু’ভাগে ভাগ করে বেতন কাঠামো নির্দিষ্ট করাও আশ্বাস মুখ্যমন্ত্রীর৷

শিক্ষা দপ্তর ও শিক্ষক নিয়োগ নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘একটা চাকরি পেয়ে গেলেই কি করছে, কিছু দিন পর চলে আসছে, মাইনে বাড়াও৷ এই বাড়াও, সেই বাড়াও৷ এটা হতে পারে না৷ কিন্তু, যা দিয়েছি, তাই নিতে হবে৷ এর বেশি আমি পারব না৷’’

শিক্ষা দপ্তরের ঘুঘুর বাসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘পার্থদার এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে আমি তো পাগল হয়ে যাচ্ছি৷ হাজারটা জানলা খুলে রেখে দিয়েছে৷ আড়াই লক্ষ লোককে নিয়েছে৷ কাউকে দুশো, কাউকে ৪০০, কাউকে ৫০০, কাউকে ৬০০৷ সব দেখছি রাস্তায় বসে পড়ছে৷ নেওয়ার আগে ভাবে না৷ আমি তো সেই কারণে বলি কেন্দ্র বলছে না, এক-দু’হাজার টাকায় লোক নিতে, আমি বলছি একদম নেবেন না৷ কারণ কিছুদিন পরেই ওদের আমার ঘরে এসে পড়বে৷

কর্মী নিয়োগ ইস্যুতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘পারমিশন না নিয়ে কেউ কেউ নিয়োগ করেছে৷ অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগ, বেআইনি৷ বারবার কলেজগুলিকে বলা হচ্ছে, গভমেন্টকে না জানিয়ে নিয়োগ করবেন না৷ নিজের নিজের নিয়োগ করছে৷ আর আমাদের ঘরে ফেলে দিচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =