ফের ইতিহাসে কোপ! তিন মূর্তি ভবন থেকে বাদ পড়ল নেহরুর নাম

ফের ইতিহাসে কোপ! তিন মূর্তি ভবন থেকে বাদ পড়ল নেহরুর নাম

নয়াদিল্লি: কেন্দ্রের ইচ্ছায় আরও একবার নাম বদল! ফের পাল্টাল ইতিহাস৷ আরও একবার বাতেলের খাতায় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম। এবার রাজধানী দিল্লির ঐতিহাসিক ‘তিন মূর্তি ভবনে’র সংগ্রহশালার পরিচালন সমিতি থেকে মুছে দেওয়া হল দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্মৃতি।

১৯৬৪ সালের ১৪ নভেম্বর, জওহরলাল নেহরুর ৭৫তম জন্মদিবস উপলক্ষে তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণ ওই ভবনে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে সেটি দেখভালের জন্য তৈরি হয় ‘নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি।’ সেখান থেকেই সরল নেহরুর নাম৷ 

যদিও এই প্রথম নয়৷ নরেন্দ্র মোদী ক্ষমতার আসার দু’বছর পর থেকেই শুরু হয়েছিল নাম বদলের পর্ব৷  ২০১৬ সাল থেকে বদলেছে একের পর এক স্টেশন, স্টেডিয়াম, পুরস্কার, রাস্তা, জেলার নাম৷  এক বছর আগে সেই তালিকায় ঢুকে পড়ে লুটিয়েন্স দিল্লির ঐতিহাসিক ‘তিন মূর্তি ভবনে’র নেহরু মেমোরিয়াল মিউজিয়াম। ৩০ একর জমির উপর তৈরি ওই ভবনের ৩.৮ একর জায়গা নিয়ে প্রধানমন্ত্রী সংগ্রহালয় গড়ে মোদী সরকার। এবার সংগ্রহশালার পরিচালন সমিতি থেকে নেহরুর নাম বাদ দেওয়া হল। নতুন নাম হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং লাইব্রেরি সোসাইটি। সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার বিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়েছে। 

গাছপালায় ঘেরা মূল দোতলা বাড়িটিতে ১৯৪৮ সাল থেকে বাস করতেন জওহরলাল নেহরু-ইন্দিরা গান্ধী৷ সেই অংশটি অবশ্য একই রয়েছে। তবে নাম বদলের এই সিদ্ধান্ত সামনে আসতেই মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। বিজেপি সভাপতি জেপি নাড্ডার পাল্টা যুক্তি, সব প্রধানমন্ত্রীকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।