তাপপ্রবাহের কোপ! দুই রাজ্যে তিনদিনে মৃত ৯৮

তাপপ্রবাহের কোপ! দুই রাজ্যে তিনদিনে মৃত ৯৮

নয়াদিল্লি: চলতি বছর কী হারে গরম পড়েছে তা আলাদা করে বলতে হবে না। এপ্রিল মাসের শুরু থেকেই যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে নাজেহাল অবস্থা হয়েছে মানুষের। মাঝের কয়েক সপ্তাহ টানা ৩৮-৪০ ডিগ্রি বা তার বেশি থেকেছে তাপমাত্রা। তার মধ্যে বৃষ্টির ‘ব’ পর্যন্ত দেখা যায়নি। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য একাধিক রাজ্যেও একই অবস্থা। আর এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তা আরও ভয়ঙ্কর। 

ইতিমধ্যে জানা গিয়েছে, দেশের দুই রাজ্যে তাপপ্রবাহের ফলে তিনদিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে! উত্তরপ্রদেশ এবং বিহারের পরিসংখ্যান এমনটাই। জেলা হাসপাতাল সূত্রে খবর, উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪। উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতালে শেষ তিনদিনে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তাঁদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি এবং তাদের মধ্যে কারোর মৃত্যু হয়েছে ব্রেনস্ট্রোকে বা কারোর হৃদরোগে কিংবা ডায়রিয়ায়। অন্যদিকে খবর, বিহারে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে।