এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কাজের সুযোগ রাজ্যের

কলকাতা: কর্মহীন বেকার যুবকদের জন্য অবশেষে পদক্ষেপ নিচ্ছে রাজ্য শ্রমদপ্তর৷ বেকারদের পাট ও সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া শুরু করছে বলে খবর৷ পাটশিল্প যাতে রাজ্যের কিছু মানুষের কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে শ্রমদপ্তর কার্যত এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ শ্রম দপ্তরের একটি সমীক্ষা অনুযায়ী, পাটশিল্পে সব সময় প্রশিক্ষিত কর্মীদের চাহিদা বেশি থাকে৷ এই জন্য তিন মাসের একটি প্রশিক্ষণ

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কাজের সুযোগ রাজ্যের

কলকাতা: কর্মহীন বেকার যুবকদের জন্য অবশেষে পদক্ষেপ নিচ্ছে রাজ্য শ্রমদপ্তর৷ বেকারদের পাট ও সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া শুরু করছে বলে খবর৷ পাটশিল্প যাতে রাজ্যের কিছু মানুষের কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে শ্রমদপ্তর কার্যত এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷

শ্রম দপ্তরের একটি সমীক্ষা অনুযায়ী, পাটশিল্পে সব সময় প্রশিক্ষিত কর্মীদের চাহিদা বেশি থাকে৷ এই জন্য তিন মাসের একটি প্রশিক্ষণ পর্ব চালু করা হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে৷ বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই প্রশিক্ষণের জন্য আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হবে বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের৷

এক মাসের প্রশিক্ষণ শেষে কর্মীদের জুটমিলের পাঠানো হবে৷ সেখানে তাঁরা হাতেকলমে প্রশিক্ষণ নেবেন৷ ইতিমধ্যেই বাঁকুড়া, হাওড়া, দমদম, বারাকপুর, চুঁচুড়া, ঝারগ্রাম, পুরুলিয়ায় প্রশিক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে৷ বসিরহাট ও উলুবেরিয়া উপ প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে৷ যাঁরা প্রশিক্ষণ নিতে চান, তাঁদের প্রথম এক মাসে ১০০ টাকা দিনে দেওয়া হবে৷ পরবর্তী ৪৫ দিনে প্রতিদিন ১৮০ টাকা ও শেষ ১৫ দিনে ২৫০ টাকা করে দৈনিক ভাতা দেওয়া হবে শেষ৷ দু’মাসে জুটমিলে তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করবে কর্তৃপক্ষ৷

শ্রম দপ্তরের আধিকারিকরা আশাবাদী, এই প্রশিক্ষণ নিতে বিভিন্ন জেলা থেকে অনেক যুবক আসবেন৷ ইতিমধ্যেই জেলাগুলি প্রশিক্ষণ শুরু হয়েছে সেখানে৷ আগাম নাম নথিভুক্ত করার ব্যাপক সাড়া মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =