ইস্তানবুল: এই নিয়ে কমপক্ষে চারবার কম্পন অনুভূত হয়েছে তুরস্কে। সোমবার প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮। তারপর প্রায় একই মাত্রার দুটি কম্পন হয়েছে, শেষবার যে কম্পন হয়েছে তার মাত্রা রিখটার স্কেলে ধরা পড়েছে ৫.৬। বারবার এই ভূমিকম্পের কারণে তুরস্ক এখন যেন মৃত্যুপুরী। এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শুধু তুরস্ক নয়, লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে মারাত্মকভাবে। অতীতেও একাধিকবার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে এই অঞ্চল। কিন্তু এখন প্রশ্ন হল, কেন এতবার ভূমিকম্প হয় এখানে?
আরও পড়ুন- চিনের ‘স্পাই’ বেলুন ঘিরে রহস্য, অবশেষে গুলি করে নামাল আমেরিকা!
বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯৯ সালের পর এত প্রবল ভূকম্প দেখেনি তুরস্ক। এর ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক বহুতল। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন বহু মানুষ। কিন্তু বার বার তুরস্কে এমন ভূকম্পের কারণ কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, এর সবথেকে বড় কারণ টেকটনিক প্লেটের অবস্থান পরিবর্তন। আসলে চারটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তুরস্ক। তাই সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলির তালিকার অন্যতম এটি। বিষয় হল, এই দেশের বেশির ভাগ অংশ অ্যানাটোলিয়ান টেকটনিক প্লেটের ওপর অবস্থিত। আর প্লেটের অবস্থান আবার ইউরেশীয়, আফ্রিকান এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যস্থলে। দুই প্লেটের ঘূর্ণন বিপরীতমুখী বলে আরবীয় প্লেট অনবরত ধাক্কা মারতে থাকে অ্যানাটোলিয়ান প্লেটকে। এই সংঘর্ষের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভয়াবহ ভূমিকম্প তুরস্কে, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু সাধারণ মানুষ! Strong earthquake hits Turkey” width=”853″>
ভৌগলিক অবস্থানের জন্যই তুরস্ক ৯৫ শতাংশ ভূমিকম্পপ্রবণ, আর এই দেশের এক-তৃতীয়াংশ এলাকা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তথ্য বলছে, গত ২৫ বছরে তুরস্কে মোট সাত বার ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ৭ বা তার বেশি ছিল। এতএব বোঝাই যাচ্ছে, দেশের অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমানে।