বাধ্যতামূলক হবে কম্পিউটার শিক্ষা? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে কয়েক হাজার শিক্ষক

কলকাতা: প্রথম শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক! সত্যিই কি এই প্রস্তাব কার্যকর হচ্ছে? প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কম্পিউটার শিক্ষকদের অন্দরে৷ কেননা বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ ঠিকাদারি সংস্থার পরিবর্তে সরাসরি নিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন তাঁরা৷ কিন্তু বারবার আশ্বাস পেয়ে ফিরতে হয়েছে তাঁদের৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির

বাধ্যতামূলক হবে কম্পিউটার শিক্ষা? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে কয়েক হাজার শিক্ষক

কলকাতা: প্রথম শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক! সত্যিই কি এই প্রস্তাব কার্যকর হচ্ছে? প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কম্পিউটার শিক্ষকদের অন্দরে৷

কেননা বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ ঠিকাদারি সংস্থার পরিবর্তে সরাসরি নিয়োগের দাবিতে রাজপথে নেমেছেন তাঁরা৷ কিন্তু বারবার আশ্বাস পেয়ে ফিরতে হয়েছে তাঁদের৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বলে দাবি করে থাকেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ কিন্তু আদতে কবে তাঁদের দাবি-দাওয়া মেনে নেবে রাজ্য সরকার?

কবে চালু হবে প্রথম শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক? সরাসরি কবে নিয়োগ পাবেন তাঁরা? এই নিয়ে চলছে জল্পনা৷ কম্পিউটার শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ‘‘গত কয়েক দিনে রাজ্য প্রশাসনের সিদ্ধান্ত বদল হয়ে চলেছে৷ আর তার জেরে এবার কি পড়বে কম্পিউটার শিক্ষায়? আগামী শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে কি না রয়েছে ধোঁয়াশা৷ কেননা, গত ২৮ জুন মালদহে এক বিশেষ প্রশাসনিক বৈঠকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়৷ সেই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়৷ তাতে জানানো হয়, কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে রাজ্য সরকার৷ এমনকি, তৃণমূলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে একই প্রতিবেদন৷’’

ওই খবরের ভিত্তিতে আশার আলো দেখতে শুরু করেন শিক্ষকদের একাংশ৷ কম্পিউটার শিক্ষকদের অভিযোগ, ওই খবর প্রকাশিত হওয়ার পর দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই নিয়ে কোনও পদক্ষেপ দেখতে পাচ্ছে না৷ কম্পিউটার শিক্ষকদের দাবি, অবিলম্বে ওই প্রস্তাব কার্যকর করুক রাজ্য সরকার৷ একই সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়টি ভেবে দেখুন৷ এই নিয়েই মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে রয়েছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fourteen =