৩০ বছর ওড়েনি জাতীয় পতাকা! শ্রীনগরের ‘পাকপন্থী’ সেই লালচকেই এ বার সেনা শহিদ সৌধ

৩০ বছর ওড়েনি জাতীয় পতাকা! শ্রীনগরের ‘পাকপন্থী’ সেই লালচকেই এ বার সেনা শহিদ সৌধ

cb59b141296259e1f39f91411541fa75

 কলকাতা: একদা পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত শ্রীনগরের লালচকে ৩০ বছর জাতীয় পতাকা তোলা যায়নি৷ অবশেষে ২০২২ সালে ওড়ে ‘তেরঙ্গা’৷ ২০২৩-এ সেই লালচকেই জঙ্গি এবং পাক সেনার আক্রমণে নিহত নিরাপত্তা কর্মীদের স্মরণে ‘শহিদ স্মৃতিসৌধ’ গড়ার উদ্যোগ নিল নরেন্দ্র মোদী সরকার। যার পোশাকি নাম হবে ‘বলিদান স্তম্ভ’। 

শনিবার জম্মু ও কাশ্মীরে রাজধানী শ্রীনগরের সেই বিতর্কিত অঞ্চলের একটি উদ্যানে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা। দু’দিনের জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন অমিত শাহ৷ সফর মাঝেই শনিবার ‘শ্রীনগর স্মার্ট সিটি’ প্রকল্পের অধীনে ‘বলিদান স্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি৷ শাহ বলেন, ‘‘যে বীর সেনারা জম্মু- কাশ্মীরের শান্তি রক্ষার জন্য জীবন দিয়েছেন, তাঁদের প্রতি এটাই হবে আমাদের শ্রদ্ধার্ঘ্য।’’

একদা এই লালচক ছিল পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ‘শক্ত ঘাঁটি’৷ ১৯৯২ সালে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি মুরলী মনোহর জোশী লালচকে জাতীয় পতাকা তুলতে গেলে তাঁকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং জঙ্গিদের বাধার মুখে পড়তে হয়। এর পর দীর্ঘ ৩০ বছর লালচকে ওড়েনি ভারতের জাতীয় পতাকা৷ তিন দশক পর গত বছর প্রজাতন্ত্র দিবসে লালাচকের ক্লক টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেইসঙ্গে স্বাধীনতার পরে প্রথম বার প্রজাতন্ত্র দিবসে ক্লক টাওয়ারে ওড়ে ‘তেরঙ্গা’৷