নয়াদিল্লি: জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক সময়ে তুলোধোনা করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। লাগাতার দাম বৃদ্ধির ইস্যুতে কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ ছিল। এদিকে সরকারের দাবি ছিল, আন্তর্জাতিক বাজারের হেরফেরের ক্ষেত্রে দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। কিন্তু এবার একটু স্বস্তির খবর এল। অনুমান করা হচ্ছে, আগামী দু’মাসের পর থেকেই জ্বালানির দাম কমতে পারে।
সম্প্রতি এক সংস্থার সমীক্ষা রিপোর্ট প্রকাশ পেয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আগামী অগাস্ট মাস থেকেই জ্বালানির দাম ৪-৫ টাকা পর্যন্ত কমে যেতে পারে। পেট্রলিয়াম মন্ত্রক আপাতত মনে করছে তাদের ব্যালান্স শিটের অবস্থা এখন বেশ ভালো। তাই আগামী কয়েক মাসের মধ্যেই জ্বালানির দামে হেরফের আসবে বলে ধারনা। রিপোর্ট বলছে, অপরিশোধিত তেলের দাম বিশ্ব বাজারে ৮৫ ডলার বা তার আশপাশে থাকলে দেশে জ্বালানির দাম কমবে। আর এই সময়ে তা কমলে আখেরে আম জনতার অন্য ক্ষেত্রেও লাভ হবে।
মনে করা হচ্ছে, আগস্ট মাসে যদি পেট্রোল-ডিজেলের দাম কমে তাহলে আগামী এক বছরের মধ্যে তা বাড়বে না। কারণ ২০২৪ সালেই আছে লোকসভা নির্বাচন। আর বলাই বাহুল্য, সেই ভোটের অনেক আগে থেকেই প্রচার শুরু হয়ে যাবে রাজনৈতিক দলগুলির। এই সময়ে কেন্দ্রের বিজেপি সরকার জ্বালানির দাম পুনরায় বৃদ্ধি করে আর বিরোধীদের কোনও ইস্যু উপহার দিতে চাইবে না।