কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দেওয়ার আগাম ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ খুব সম্ভবত পে কমিশন সংক্রান্ত বেশ কিছু বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইঙ্গিত দিয়ে দিনক্ষণ ঘোষণা মন্ত্রীর৷
আজ সকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির বর্ধিত সভায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ইঙ্গিত দিয়ে পরিবহনমন্ত্রী জানান, ‘‘আমি এই অনুষ্ঠানে আসার আগে নেত্রীর সঙ্গে কথা বলেছি৷ নেত্রী জানিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল চারটের সময় সরকারি কর্মচারীদের সঙ্গে মিলিত হবেন তিনি৷ মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, ওই বৈঠক থেকে সরকারি কর্মীদের নিয়ে সরকারের চিন্তাভাবনা তিনি ঘোষণা করবেন৷’’
শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে৷ মন্ত্রীর এই ঘোষণায় খুব সম্ভবত পুজোর আগেই বেতন বৃদ্ধি সংক্রান্ত বড়সড় কিছু ঘোষণা করে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন শুভেন্দুবাবু বলেন, ‘‘আজ রাজ্য সরকার কর্মীদের অবসরের সঙ্গে সঙ্গে পেনশন প্রকল্প চালু করে দিয়েছে৷ ধাপে ধাপে কর্মচারীদের ১২৫ শতাংশ ডিএ দিয়ে দিয়েছে৷ অর্থনৈতিক অস্বচ্ছলতা সত্ত্বেও এই অনুদান দেওয়া হচ্ছে৷ আপনাদের দীর্ঘদিনের যে দাবি-দাওয়া আছে, তার মধ্যে রয়েছে বেতন কমিশন৷ আপনারা এই নিয়ে কথা বলেন, আমরা জানি৷ কিন্তু, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, পে কমিশনের রিপোর্ট আসলে তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবন৷’’
সুখবর দিয়ে বলেন, ‘‘আমি আপনাদের আরও একটা ভাল খবর দেব, আমি এই অনুষ্ঠানে আসার আগে নেত্রীর সঙ্গে কথা বলেছি৷ নেত্রী জানিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল চারটের সময় সরকারি কর্মচারীদের সঙ্গে মিলিত হবেন তিনি৷ মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, ওই বৈঠক থেকে সরকারি কর্মীদের নিয়ে সরকারের চিন্তাভাবনা তিনি ঘোষণা করবেন৷ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাওয়ার জন্য কথা বলছি৷ আর তা না পেলে স্টেডিয়ামের পাশেই করব৷ ওই সভায় কর্মীদের উপস্থিতি যেন ২০-২৫ হাজার হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে৷ কারণ ওই দিন কর্মচারীদের অনেক দিনের বেতন বৃদ্ধির আশা-স্বপ্ন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁরা শুনবেন৷’’