সরকারি কর্মীদের সুখবর দেবেন মুখ্যমন্ত্রী, দিন ঘোষণা মন্ত্রীর

কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দেওয়ার আগাম ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ খুব সম্ভবত পে কমিশন সংক্রান্ত বেশ কিছু বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইঙ্গিত দিয়ে দিনক্ষণ ঘোষণা মন্ত্রীর৷ আজ সকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির বর্ধিত সভায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ইঙ্গিত দিয়ে পরিবহনমন্ত্রী জানান, ‘‘আমি এই অনুষ্ঠানে আসার আগে

সরকারি কর্মীদের সুখবর দেবেন মুখ্যমন্ত্রী, দিন ঘোষণা মন্ত্রীর

কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য সুখবর দেওয়ার আগাম ইঙ্গিত দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ খুব সম্ভবত পে কমিশন সংক্রান্ত বেশ কিছু বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইঙ্গিত দিয়ে দিনক্ষণ ঘোষণা মন্ত্রীর৷

আজ সকালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির বর্ধিত সভায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ইঙ্গিত দিয়ে পরিবহনমন্ত্রী জানান, ‘‘আমি এই অনুষ্ঠানে আসার আগে নেত্রীর সঙ্গে কথা বলেছি৷ নেত্রী জানিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল চারটের সময় সরকারি কর্মচারীদের সঙ্গে মিলিত হবেন তিনি৷ মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, ওই বৈঠক থেকে সরকারি কর্মীদের নিয়ে সরকারের চিন্তাভাবনা তিনি ঘোষণা করবেন৷’’

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে৷ মন্ত্রীর এই ঘোষণায় খুব সম্ভবত পুজোর আগেই বেতন বৃদ্ধি সংক্রান্ত বড়সড় কিছু ঘোষণা করে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন শুভেন্দুবাবু বলেন, ‘‘আজ রাজ্য সরকার কর্মীদের অবসরের সঙ্গে সঙ্গে পেনশন প্রকল্প চালু করে দিয়েছে৷ ধাপে ধাপে কর্মচারীদের ১২৫ শতাংশ ডিএ দিয়ে দিয়েছে৷ অর্থনৈতিক অস্বচ্ছলতা সত্ত্বেও এই অনুদান দেওয়া হচ্ছে৷ আপনাদের দীর্ঘদিনের যে দাবি-দাওয়া আছে, তার মধ্যে রয়েছে বেতন কমিশন৷ আপনারা এই নিয়ে কথা বলেন, আমরা জানি৷ কিন্তু, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, পে কমিশনের রিপোর্ট আসলে তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবন৷’’

সুখবর দিয়ে বলেন, ‘‘আমি আপনাদের আরও একটা ভাল খবর দেব, আমি এই অনুষ্ঠানে আসার আগে নেত্রীর সঙ্গে কথা বলেছি৷ নেত্রী জানিয়েছেন, আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল চারটের সময় সরকারি কর্মচারীদের সঙ্গে মিলিত হবেন তিনি৷ মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, ওই বৈঠক থেকে সরকারি কর্মীদের নিয়ে সরকারের চিন্তাভাবনা তিনি ঘোষণা করবেন৷ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পাওয়ার জন্য কথা বলছি৷ আর তা না পেলে স্টেডিয়ামের পাশেই করব৷ ওই সভায় কর্মীদের উপস্থিতি যেন ২০-২৫ হাজার হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে৷ কারণ ওই দিন কর্মচারীদের অনেক দিনের বেতন বৃদ্ধির আশা-স্বপ্ন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁরা শুনবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =