নিরাপত্তায় বড়সড় গলদ! ফের ফাঁস জগন্নাথদেবের গর্ভগৃহের ভিডিয়ো

নিরাপত্তায় বড়সড় গলদ! ফের ফাঁস জগন্নাথদেবের গর্ভগৃহের ভিডিয়ো

 ভুবনেশ্বর: গত বছরের পর এবছর। ফের কড়া নিরাপত্তার ফাঁক গলে পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ছবি ফাঁস অন্তর্জালে। অভিযোগ, বারাণসীর এক যুবক মন্দিরের ভিতরের দৃশ্য ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করে দেন। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ গর্ভগৃহের ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল বাধে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কী ভাবে রোহিত জয়সওয়াল নামে ওই যুবক ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকলেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

 তাঁর এই আচরণ ভালো চোখে নেননি অনেকেই৷ জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষে পুরী এসেছিলেন রোহিত৷ নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে গর্ভগৃহের ভিডিয়ো তোলেন তিনি৷ তাঁর এই কাজের সমালোচনা করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই। যদিও গোটা ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
প্রথা অনুসারে সোজা রথের দিন রথে চড়ে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা৷ উল্টোরথের আগে পর্যন্ত এই ক’দিন গুণ্ডিচাবাড়িতে থাকেন তাঁরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রভু মন্দিরে না থাকায় মূল মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ঢিলেঢালা ছিল। সেই সুযোগেই ওই যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করেন। এবং অবাধে ভিডিয়োও করেন। তবে এমন ঘটনা প্রথম নয়। গত বছরও রথযাত্রার সময় আকাশ চৌধুরী নামে এক বাংলাদেশি যুবক ফেসবুকে মন্দিরের ভিতরের ছবি পোস্ট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =