নয়াদিল্লি: ফের দিল্লির বুকে মোছা হল ইতিহাস৷ ফের বদল রাস্তার নাম৷ কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক ভাবে ইতিহাসে বদল ঘটেছে৷ পাল্টে গিয়েছে রাস্তা-ঘাট, সেতু, বাগানের নাম৷ এবার ঔরঙ্গজেব লেন পাল্টে হল ডঃ এ পি জে আব্দুল কালাম লেন।
২০১৫ সালেই দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম পাল্টে ডঃ এ পি জে আব্দুল কালাম রোড করেছিল কেন্দ্রের সরকার৷ এই নাম বদল নিয়ে তখনও বিস্তর আপত্তি উঠেছিল৷ তবুও লাটিয়েন্স দিল্লিতে আব্দুল কালাম রোড এবং পৃথ্বীরাজ রোডের সংযোগকারী রাস্তাটির নাম এত দিন ছিল ঔরঙ্গজেব লেন৷ এ বার সেই নাম পাল্টে হল ডঃ এ পি জে আব্দুল কালাম লেন৷ বুধবার নয়াদিল্লি পুর পরিষদ (এনডিএমসি)-এর বৈঠকে এই নাম বদল সংক্রান্ত প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়৷ তেমনটাই জানিয়েছেন সংস্থার ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন।
পাশাপাশি বুধবারই ভার্সোভা-বান্দ্রা সি লিঙ্কের নাম বদলে করা হয়েছে ‘বীর সাভারকর সেতু’। মুম্বই ট্রান্স হার্বার লিঙ্ক সেতুটি নামাঙ্কিত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। প্রসঙ্গত, দিন কয়েক আগে এনসিইআরটি পাঠক্রম থেকে বাদ পড়েছিল মুঘল ইতিহাস। তা নিয়েও কম বিতর্ক হয়নি। রাস্তার নাম বদলের সিদ্ধান্তও সুনজরে দেখছে না নাগরিকদের একাংশ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সভাপতি এস কিউ আর ইলিয়াস বলছেন, ‘‘ওঁদের কাছে ঐতিহাসিক চরিত্র বা মোগল সম্রাটদের নামের লম্বা তালিকা আছে, যে নামগুলো ওঁরা মুছে ফেলতে চাইছে।’’ রাস্তার নাম বদলে অসন্তুষ্ট ইতিহাসবিদদের একাংশও৷