কলকাতা: পথ দেখাল হরিয়ানার কম্পিউটার শিক্ষকরা৷ প্রায় ১৫ দিন লাগাতার অনশন বিক্ষোভ চালিয়ে অবশেষে সরকারি স্বীকৃতি পেতে চলেছেন হরিয়ানার কম্পিউটার শিক্ষকরা৷ ইতিমধ্যেই কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণের দাবিও মেনেছে হরিয়ানা সরকার৷ এবার হরিয়ানার কম্পিউটার শিক্ষকদের আন্দোলনকে অনুসরণ করে ফেরার পথে নামতে চলেছেন বাংলার কম্পিউটার শিক্ষকদের একাংশ৷
কম্পিউটার শিক্ষকদের সংগঠন পশ্চিমবঙ্গ আইটিসি স্কুল কোয়াডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার বাংলার কম্পিউটার শিক্ষকরা৷ ঠিকাদারি সংস্থার দ্বারা নিয়োগ হওয়া কম্পিউটার শিক্ষকদের কম বেতন দিয়ে বেশি মাত্রায় কাজ করিয়ে নেওয়ার অভিযোগ তাদের৷ ঠিকাদার সংস্থা তুলিয়ে সরাসরি সরকারি ভাবে নিয়োগের দাবি তুলেছেন তারা৷ একই সঙ্গে তুলেছেন বেতন বৃদ্ধির দাবি৷ এই নিয়ে রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ বিকাশ ভবনে অভিযান করেও মেটেনি সমস্যার সমাধান৷ কিন্তু দীর্ঘদিনের বঞ্চনার মেটাতে এবার হরিয়ানার কম্পিউটার শিক্ষকদের পথ অনুসরণ করতে চলেছেন বাংলার কম্পিউটার শিক্ষকদের একাংশ৷
তাঁদের দাবি, ঠিক যেভাবে টানা ১৫দিন অনশন করে হরিয়ানা সরকারকে বাধ্য করিয়েছে তাদের দাবি মেনে নিতে৷ এবার তাঁরাও চান, ঠিক একই ভাবে এবার অনশন বিক্ষোভে শামিল হতে৷ তবে বৃহস্পতিবার শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শোনার পর ও ১৩ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সরকারি কর্মচারীদের সঙ্গে সরাসরি বৈঠকের পর কী সমাধান মেলে, সেই দিকেই নির্ভর করছে কম্পিউটার শিক্ষকদের পরবর্তী কর্মসূচি৷
জানা গিয়েছে, ওই দু’দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যদি কোনও সদর্থক পদক্ষেপ না আসে তাহলে তারা হরিয়ানা কম্পিউটার শিক্ষকদের মতো অনশন কর্মসূচি চালিয়ে যাবেন৷ প্রায় ১৫দিন ধরে লাগাতার অনশন চালিয়ে যাওয়ার পর কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ ও সরাসরি নিয়োগের আশ্বাস দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী৷ বেতন বৃদ্ধির দাবিও মেনে নেওয়া হয়েছে বলে খবর৷ কম্পিউটার শিক্ষকদের লাগাতার অনশন কর্মসূচির পর হরিয়ানা সরকারের এই পদক্ষেপ ঘিরে এবার আশার আলো দেখতে শুরু করেছেন বাংলার কম্পিউটার শিক্ষকদের একাংশ৷