কলকাতা: অবশেষে বড়সড় স্বস্তি পেলেন নবনিযুক্ত অধ্যাপকরা৷ কেননা আগেই বিজ্ঞপ্তি জারি করে সাফ উল্লেখ করা হয়েছিল, নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট জমা করাতে হবে নবনিযুক্ত অধ্যাপকদের৷ কিন্তু এবার সেই নির্দেশিকা তুলে নিয়ে অধ্যাপকদের স্বস্তি দিল উচ্চ শিক্ষা দপ্তর৷
বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট এখন থেকে আর প্রয়োজন হবে না৷ সরাসরি নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা৷ উচ্চশিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকদের বড় অংশ৷ উচ্চ শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক ব্যবস্থা ছিল, তা এখন থেকে আর কার্যকর হবে না৷ নিয়োগপত্র সরাসরি পেয়ে যাবেন তাঁরা৷
মূলত এই সার্টিফিকেট পেতে সমস্যায় পড়তে হত শিক্ষকদের৷ দীর্ঘ জটিলতাও দেখা দিত৷ আর এখন থেকে এই নির্দেশিকা কার্যকর হওয়ায় নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা যাবে বলেই মনে করছে উচ্চ শিক্ষা দপ্তর৷