পে প্রটেকশন থেকে বদলি, শিক্ষকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বঞ্চনা আছে৷ সমস্যাও আছে যথেষ্ট৷ স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে বিতর্ক৷ আর এই বিতর্কের মাঝে শিক্ষক দিবসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষা দপ্তরের ‘শিক্ষারত্ন’ সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী৷ শিক্ষকদের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমস্যা আছে৷ সেই সমস্যার মধ্যেও আমরা কাজ

পে প্রটেকশন থেকে বদলি, শিক্ষকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: বঞ্চনা আছে৷ সমস্যাও আছে যথেষ্ট৷ স্কুলের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে বিতর্ক৷ আর এই বিতর্কের মাঝে শিক্ষক দিবসের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষা দপ্তরের ‘শিক্ষারত্ন’ সম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী৷

শিক্ষকদের সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমস্যা আছে৷ সেই সমস্যার মধ্যেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি৷ আমি শিক্ষকদের বলব, বিশ্বাস আর ভরসা আমাদের উপরে রাখবেন৷ যখন যতটুকু পারবো, আমার সীমাবদ্ধতা আছে ফান্ডের৷ আমার সীমাবদ্ধ তহবিলের মধ্যেই যখন সুবিধা হবে আমি ব্যবস্থা করব৷’’

এদিন শিক্ষা দপ্তরকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেন, ‘‘আমি শিক্ষা দপ্তর ও পার্থ দাকে বলব, মানবিকভাবে শিক্ষকদের বিষয়টি দেখতে৷ তাঁদেরও বদলি, প্রমোশন পলিসি নিয়ে একটু বিবেচনা করুন৷ কারণ তাঁদের সমস্যা হয়৷ সঙ্গে সঙ্গে নিজের আপনারা এডজাস্ট করে নিতে পারেন৷ ধরা যাক যদি কোন স্কুলে ১০ জন শিক্ষক আছেন, স্টুডেন্ট নেই৷ পাশে একটা স্কুলে একশটা পড়ুয়া আছে টিচার নেই৷ সেখানে শিক্ষকরা চলে যান না৷ এই এডজাস্টমেন্ট শিক্ষকরা নিজেদের মধ্যে করে নিতে পারেন৷ যদি বাঁকুড়া থেকে মেদিনীপুরে শিক্ষকদের বদলি করা হয়, তাহলে তাঁদের সমস্যা হতে পারে৷ সত্যিই এটা সমস্যা৷ আপনারা চেষ্টা করুন৷ আর নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলুন৷’’ একই সঙ্গে শিক্ষকদের পে প্রটেকশন দেওয়ার কথাও শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

শিক্ষকদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকদের নিশ্চয়ই ডিমান্ড থাকবে৷ তাঁদের প্রবলেম থাকবে৷ আরও পাওয়ার আশা থাকবে৷ আরও উন্নতি আশা থাকবে৷ আস্তে আস্তে নিশ্চয় দেব৷ যখন যেটা হবে, তখন আমরা নিশ্চয়ই করব৷ তবে, ভুল বুঝবেন না৷ কারও কথা শুনে চট করে ভুল বুঝে কিছু করবেন না৷ শুধু এটুকু জেনে রাখবেন, আমি যতটুকু করি নিঃস্বার্থভাবে করি৷ আমার কিছু পাওয়ার নেই৷ আমি যতদিন থাকব, মানুষের জন্য কাজ করব৷’’

প্রায় ৮০ জন শিক্ষককে শিক্ষকের হাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী নিজে শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেন৷ তুলে দেন স্মারক৷ এই প্রথম রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ প্রদান অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি কমিয়ে বেশি মাত্রায় শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷

যদিও রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ শিক্ষক সংগঠনের একাংশের অভিযোগ, তারা অনেকেই আমন্ত্রণপত্র পাননি৷ উল্টে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের উপস্থিতি যথেষ্ট বেড়েছে বলেই অভিযোগ শিক্ষকদের একাংশ৷ সরকারি অনুষ্ঠানে ‘আমরা-ওরা’ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =