দীর্ঘ বঞ্চনা! শিক্ষক দিবসেও রাজপথে জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বঞ্চনার প্রতিবাদে শিক্ষক দিবসে ফের রাজপথে নামলেন শিক্ষকদের একাংশ৷ লেলিন মূর্তির পাদদেশে চলে বিক্ষোভ৷ একগুচ্ছ দাবি-দাওয়ার ভিত্তিতে শিক্ষক দিবসে রাজপথে নেমে বিক্ষোভ দেখান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা৷ প্রাথমিক শিক্ষকদের মিছিল থেকে জাতীয় খসড়া শিক্ষানীতি বাতিলের দাবি তোলা হয়৷ অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ ফেল চালুরও দাবি জানিয়েছেন তাঁরা৷ কুসংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রনয়ণের পক্ষে

দীর্ঘ বঞ্চনা! শিক্ষক দিবসেও রাজপথে জারি শিক্ষক বিদ্রোহ

কলকাতা: বঞ্চনার প্রতিবাদে শিক্ষক দিবসে ফের রাজপথে নামলেন শিক্ষকদের একাংশ৷ লেলিন মূর্তির পাদদেশে চলে বিক্ষোভ৷ একগুচ্ছ দাবি-দাওয়ার ভিত্তিতে শিক্ষক দিবসে রাজপথে নেমে বিক্ষোভ দেখান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা৷

প্রাথমিক শিক্ষকদের মিছিল থেকে জাতীয় খসড়া শিক্ষানীতি বাতিলের দাবি তোলা হয়৷ অবিলম্বে প্রথম শ্রেণি থেকে পাশ ফেল চালুরও দাবি জানিয়েছেন তাঁরা৷ কুসংস্কারমুক্ত বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রনয়ণের পক্ষে সওয়াল করেন প্রাথমিক শিক্ষকদের এই সংগঠন৷ প্রাথমিকে অশিক্ষক কর্মী নিয়োগ, শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের কাজে না ব্যবহার করা, প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নামে চূড়ান্ত প্রতারণার অভিযোগ তুলেছেন তারা৷

এছাড়াও শিক্ষক আন্দোলনে পুলিশি নির্যাতন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের ‘শিক্ষা স্বার্থবিরোধী নীতি’র পক্ষেও সরব হয়েছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা৷ প্রাথমিক শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের চূড়ান্ত বঞ্চনার অভিযোগ তুলে এদিন শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠান বয়কট করারও দাবি জানান তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =