সরকারি কর্মীদের দুর্নীতি ধরতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: সরকারি কর্মীদের দুর্নীতি রুখতে এবার করা বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে ঘুরতে যাওয়ার নামে ভুয়া বিল জমা দিয়ে টাকা আদায়ের প্রবণতায় লাগাম টানতে এই বিজ্ঞপ্তি বলে বলে জানা গিয়েছে৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা এলটিসি ছুটির আবেদন করে ঘুরতে যান ও পরে ঘুরতে যাওয়ার

সরকারি কর্মীদের দুর্নীতি ধরতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: সরকারি কর্মীদের দুর্নীতি রুখতে এবার করা বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে ঘুরতে যাওয়ার নামে ভুয়া বিল জমা দিয়ে টাকা আদায়ের প্রবণতায় লাগাম টানতে এই বিজ্ঞপ্তি বলে বলে জানা গিয়েছে৷

বিজ্ঞপ্তি জারি করে রাজ্য তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা এলটিসি ছুটির আবেদন করে ঘুরতে যান ও পরে ঘুরতে যাওয়ার খরচ বাবদ রাজ্য সরকারকে যে বিল জমা করিয়ে থাকেন, তার উপর এবার কড়াকড়ি আনছে অর্থ দপ্তর৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে কোন ভ্রমণকারী সংস্থার মাধ্যমে কাটা বিলের অনুমতি দেওয়া হবে না রাজ্য৷ ভ্রমণ সংস্থার কোনও বিল গ্রাহ্য করবে না সরকার৷

সরকারি কর্মীদের দুর্নীতি ধরতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যেরসাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে, বিমান ও বাসের টিকিট নিজেদেরই কাটতে হবে৷ এবং সেই টিকিটের প্রমাণ দাখিল করে ট্রাভেল অ্যালাউন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷ আর এই নির্দেশ না মানলে অথবা ভুয়া বিল জমা করে টাকা দাবি করা হলে সংশ্লিষ্ট কর্মী বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়েও ইঙ্গিত দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে৷

নবান্ন সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সরকারি কর্মীরা এলসিটি সুবিধা নিয়ে ঘুরতে যান৷ কিন্তু কোনও বাণিজ্যিক ভ্রমনকারী সংস্থার দেওয়া বিল রাজ্য সরকারকে দাখিল করে থাকেন৷ সেক্ষেত্রে ওই বিলে বেশ কিছু গলদ লক্ষ্য করা যায়৷ ওই বিলের মধ্যে অতিরিক্ত খরচ দেখানো হয়ে থাকে বলেও অভিযোগ৷ মূলত, এহেন অভিযোগ যাতে পরবর্তী কমানো যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *