কলকাতা: অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফায় যে রিপোর্ট এসেছে তা আজ পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কি না, তা ভেবে দেখবেন৷ তবে বর্ধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা হলেও মহার্ঘ ভাতা ও এরিয়ায় নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা৷ তবে, এই ঘোষণা ঘিরে বিতর্ক তৈরি হলেও সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘মনে রাখবেন আপনারা যা ছুটি পান অন্য কেউ পায়৷ কেউ ভাবছে৷ আমি তো দুর্গা পুজো আসছে বছর কী হবে, কদিন ছুটি হবে, এক বছর আগে থেকে প্ল্যান করে রাখি৷ এবারও যদি আপনি আপনাদের ছুটির তালিকা মিলিয়ে মিলিয়ে দেখেন, মনে রাখবেন মানুষ কাজ করতে ভালোবাসে৷ কাজ করতে চাই৷ কিন্তু সঙ্গে সঙ্গে তাঁর মস্তিষ্কের ছুটি দিতে হয়৷ তাঁর মানসিক স্বস্তি দিতে হয়৷ কেউ কোনদিন দিয়েছিল৷ আগে পুজোয় কত দিন ছুটি থাকতো? চার দিন৷ আমাদের সময় এবারও যদি আপনি দেখেন, সব ছুটি মিলিয়ে এমনভাবে করে দেওয়া হয়েছে, ২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত একটানা ছুটি৷ বাজে কথা বলছি কি? এইগুলি বসে বসে করে দিই৷ মিলেমিশে করিয়ে দিই৷’’
বলেন, ‘‘আগে কোন সরকার ভেবেছিল? আপনারও একটা পরিবার আছে৷ আপনিও কাছে দূরে ব্যাংকক যেতে পারেন৷ সিঙ্গাপুর যেতে পারেন৷ থাইল্যান্ড যেতে পারেন৷ কুয়ালালামপুর যেতে পারেন৷ নেপাল যেতে পারেন৷ ভুটান যেতে পারেন৷ মালদ্বীপ যেতে পারেন৷ কোনদিন কেউ ভেবেছিল? ভাবেনি৷ আমরা ভেবেছি৷ ৭৩১ দিন ছুটি, চাইল্ড কেয়ার লিভ৷ এটাও আমরা করেছি৷ আমরা পিতৃত্বকালীন ছুটি দিয়েছি৷ এই নিয়ে অনেকে খেলাতে চাই৷ আমি যতটুকু বলার, ততটুকু বলি৷ তার থেকে বেশি বলি না৷’’
টানা ১৪ দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কেউ ভেবেছিল আগে? প্রশ্ন মমতার
টানা ১৪ দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কেউ ভেবেছিল আগে? প্রশ্ন মমতার
Gepostet von Aaj Bikel আজ বিকেল am Freitag, 13. September 2019
এদিন ষষ্ঠ বেতন কমিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বেতন কমিশনের প্রথম পর্যায়ের সুপারিশ মেনে নেওয়া হবে৷ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে৷ ন্যূনতম মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৭ হাজার ৯৯০ টাকা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গ্রাচুইটির পরিমাণ ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বছরে ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১ জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আশ্বাসও দিয়েছেন৷ তবে, তার আগে আগামী ২৩ তারিখ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বিষয়টি অর্থ দপ্তরে পাঠানো হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, ২০১৬-র পয়লা জানুয়ারি থেকে মিলবে এরিয়ার, কবে মিলবে মহার্ঘ ভাতা? তা নিয়ে উঠছে প্রশ্ন থাকছে৷ যদিও মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের আশ্বাস দিয়েছেন, ‘‘সরকারকে যতটা দেবেন, সরকারও আপনাদের ঢেলে দেবে৷’’