নয়াদিল্লি: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS ‘রিকুটমেন্ট প্রসেসে’র মাধ্যমে দেশের ১৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১২ হাজার ৭৫০ পদে ক্লার্ক নিয়োগ করা হবে৷ যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় গ্রাজুয়েট বাস পাস পড়ুয়ারা আবেদন করতে পারবেন৷ কম্পিউটার জ্ঞান আবশ্যিক৷
প্রার্থীরা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে৷ বয়স হতে হবে পয়লা সেপ্টেম্বর ২০১৯ হিসাবে ২০ থেকে ২৯ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ২ সেপ্টেম্বর ১৯৯১ থেকে ১৯৯৯ এর মধ্যে৷ তপশিলি জাতি, উপজাতি প্রার্থীরা পাঁচ বছর ও ওবিসি প্রার্থীরা তিন বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়োগ করা হবে৷ অনলাইনে আবেদন করতে হবে৷ আগামিকাল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বরে থেকে ৭ অক্টোবরের মধ্যে৷ পশ্চিমবঙ্গের ৮৪৭টি৷
পরীক্ষার আগাম প্রশিক্ষণ: তফসিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বিনামূল্যে pre-exam ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ অনলাইনে ফরম ফিলাপের সময় pre-exam ট্রেনিং নিতে ইচ্ছুক হলে তা উল্লেখ করতে হবে৷ পশ্চিমবঙ্গের pre-exam ট্রেনিংয়ে কেন্দ্রগুলি হল, কলকাতা, শিলিগুড়িতে রাখা হয়েছে৷ নভেম্বর মাসে pre-exam ট্রেনিংয়ের ডাউনলোড করা যাবে৷ ট্রেনিং হবে ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত৷
আবেদনের পদ্ধতি: দরখস্ত করতে হবে অনলাইনে৷ ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে৷ জন্য প্রার্থীর একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে৷ এই পদের জন্য আবেদন ফি তপশিলি জাতি উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য ১০০ টাকা ও সাধারন চাকরিপ্রার্থীদের জন্য ৬০০ টাকা ধার্য করা হয়েছে৷ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেটের মাধ্যমেও এই ফি জমা দেওয়া যাবে৷
প্রার্থী বাছাই হবে প্রিলিন প্রিলিমিনারি ও মেন দু’ভাগে৷ প্রিলিমিনারি পরীক্ষা ১ ঘণ্টায় ৬১ নম্বর থাকবে৷ পরীক্ষা হতে পারে ৭, ৮, ১৪ ও ২১ ডিসেম্বর৷ এই পরীক্ষায় সফল হওয়ার পর মেন পরীক্ষা দিতে হবে৷ মেন পরীক্ষা হবে ২ ঘণ্টায় ৪০ মিনিট সময়সীমার মধ্যে ২০০ নম্বরের৷ সেখানে সাফল্য মিললে পরবর্তী সুযোগ মিলবে৷ পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে৷ পরীক্ষা হবে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্র গুলি হল, বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ পশ্চিমবঙ্গের মেন পরীক্ষাকেন্দ্র হল, বৃহত্তর কলকাতা, আসানসোল, শিলিগুড়ি৷ পশ্চিমবঙ্গের স্টেট কোড হচ্ছে ৪৬৷ আরও বিস্তারিত জানতে উপরের ওয়েবসাইটটি নজর রাখুন৷