নয়াদিল্লি: ২০১৪ সালের টেট মামলায় চূড়ান্ত বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ আদালত অবমাননার দায়ে এবার শিক্ষা সচিবকে হাজিরা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের৷ আর তা না হলে এর ফল ভুগতে হবে প্রাথমিক শিক্ষা সচিবকে৷ নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ, কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের৷
আজ সোমবার মামলার শুনানিতে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সচিবকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে৷ সেখানেই জানাতে হবে কেন, ২০১৪ সালের টেট মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর করা গেল না? এইজন্য শিক্ষা সচিবকে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি৷ ভুল প্রশ্ন মামলায় এক বছরের মধ্যে কেন নির্দেশ কার্যকর হল না? তাও জানতে চাওয়া হতে পারে বলে আদালত সূত্রে খবর৷
চলতি বছর জানুয়ারিতে সুপ্রিম কোর্টের তরফে পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীদের নিয়োগ তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, সুপ্রিম কোর্টের দু’বিচারপরির বেঞ্চের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগ তুলে ফের দায়ের হয় মামলা৷ পরে আরও এক দফায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের তরফে৷ এবার আজ মামলার শুনানিতে সচিবের বিরুদ্ধে এবার রুল জারি আদালতের নির্দেশ৷ অমান্য হলে ছয় মাসের পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে আদালত সূত্রে খবর৷