কলকাতা: বিধানসভায় পাস হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ফিরিয়ে আনার বিল৷ কিন্তু, স্টাফ সিলেকশন কমিশন ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই পাবলিক সার্ভিস কমিশনের ভবিষ্যৎ কী হবে? আগের নিয়োগে কীভাবে হবে? পড়ুন, পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একাধিক প্রশ্নের গুরুত্বপূর্ণ আপডেট৷
ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ কিন্তু এখন পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন ফিরে আসার ফলে ক্লার্কশিপ পরীক্ষা কি স্টাফ সিলেকশন কমিশন নেবে? বিষয়টি এখনও কিছু নির্ধারিত হয়নি৷ তবে পিএসসির চাপ কমানোর জন্য ক্লার্কশিপ পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন নিতে পারে বলে জানা গিয়েছে৷
পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদে লিখিত পরীক্ষা সফলদের শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? এই পরীক্ষায় কী কী বিষয় থাকবে? পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার অপারেটরদের সফল প্রার্থীদের কল লেটার ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট pscwbonline.gov.in ওয়েবসাইটে৷ শারীরিক মাপজোক পরীক্ষা, উচ্চতা, ওজন ইত্যাদি দেখা হবে৷ তারপর শারীরিক পরীক্ষা নেওয়া হবে৷ এই পরীক্ষায় নীচের যে কোন চারটি ইভেন্টে সফল হতে হবে৷ প্রথমত ৫ মিনিটে ১০০০ মিটার দৌড়৷ দ্বিতীয়ত, ২০ সেকেন্ডে বই দিয়ে ওপরে ওঠা৷ তৃতীয়ত, ৯৬.৫ কেজি ওজনের বস্তা নিয়ে ৫০ মিটার দূরত্ব বহণ করতে হবে৷ চতুর্থত, এক মিনিটে তিন তলা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উঠতে হবে৷ পঞ্চমত, হাতের ওপর ভর দিয়ে ৬০ সেকেন্ডে দড়ি বেয়ে ওপরে ওঠা৷ ষষ্ঠ, ১.২২ মিটার হাইজাম্প সফল হলে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে৷
ক্লার্কশিপ পরীক্ষা কি পুজোর আগে সম্ভব? না সেরকম কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না৷ সাব ইন্সপেক্টর অফ স্কুল পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে কি? ইন্টারভিউ কবে থেকে হবে? লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ সফলদের তালিকা পাবেন pscwbonline.gov.in ওয়েবসাইটে৷ সফলদের ইন্টারভিউ শুরু আগামীকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে৷ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷ ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷