নয়াদিল্লি: থলে হাতে বাজারে ঢুকলেই জব্বর ছ্যাঁকা লাগছে পকেটে৷ সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া৷ কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে ভারতের খুচরো পণ্যের দর ৪.৮১ শতাংশ বেড়েছে৷ মে মাসে বেড়েছিল ৪.২৫ শতাংশ৷ ব্রিটেনের ব্রোকারেজ সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, মে-র তুলনায় জুনে জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে৷ এই বৃদ্ধির প্রধান কারণ মরসুমের বদল। গত বছরে একই সময়ের নিরিখে হিসাব কষলে দেখা যাবে এই দামের পরিবর্তন ততটা বেশি নয়।
ইকরা’র চিফ ইকোনমিস্ট অদিতি নায়ার বলেন, ‘‘জুন মাসে কম বৃষ্টি হওয়ায় গত বছরের থেকে ৮.৭ শতাংশ কম খারিফ শস্য বোনা হয়েছে৷ একই সঙ্গে বাজারে সবজির মতো পচনশীল পণ্যের দাম বিপুল পরিমাণে বেড়েছে৷ এর ফলে জুনে খুচরো দর পণ্যের দর ৪.৮১ শতাংশ বেড়েছে৷’’ উল্লেখ্য, জুনে খাদ্য পণ্যের খুচরো দর বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ৷
অদিতি আরও জানান, জুলাই মাসে পণ্যের খুচরো দর ৫.৩-৫.৫ শতাংশ বেড়েছে৷ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের ইকোনমিস্ট অনুভূতি সহায় বলেন, ‘‘উত্তর ভারতে প্রবল বৃষ্টি আর এল নিনোর দাপটে সব্জির দাম বেড়েছে৷ বেড়েছে পণ্যের খুচরো দর৷’’
বর্ষা দেরিতে আসায় লাগামহীন ভাবে ভাবে বেড়ে চলেছে টম্যাটো, আলু, পেঁয়াজ-সহ বিভিন্ন সবজির দাম। আমিষ খাবারের দামও ঊর্ধ্বমুখী। সুরাহা নেই রান্নার গ্যাসেও। খুচরো মূল্যবৃদ্ধির মধ্যে ৬০% জুড়ে খাদ্য এবং জ্বালানি। বাকি অংশের মধ্যে রয়েছে পোশাক, জুতো, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন-সহ বিভিন্ন পণ্য ও পরিষেবার খরচ। কিন্তু সমীক্ষকদের বক্তব্য, মাসের হিসাবে দাম বাড়লেও এই বৃদ্ধির অন্যতম কারণ কিন্তু মরসুম। ফি বছর গরমে সবজি-সহ পচনশীল খাদ্যের দাম বাড়ে। এক বছর আগের উঁচু ভিতের নিরিখে সেই হারের পরিবর্তন বড় কিছু নয়।