নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ এবার রেলের কর্মীদের জন্য বড়সড় বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় রেলমন্ত্রক৷ বুধবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রেল কর্মীদের ৭৮ দিনের বেতন হিসেবে দেওয়া হবে বোনাস৷ এই নিয়ে টানা ছয় বছর বিপুল পরিমাণ বোনাস দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে৷ এই ঘোষণায় লাভবান হবেন ১১ লক্ষ রেল কর্মচারী৷ আগামী উৎসবের জন্য এই ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে৷
কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, বোনাস হিসাবে ৭৮ দিনের অগ্রিম বেতন পাবেন কর্মীর৷ নয়া এই বোনাস দেওয়ার জন্য ২০২৪ কোটি টাকা রেল মন্ত্রকের খরচ হবে বলেও জানানো হয়েছে৷
Union Minister Prakash Javadekar: For 11 lakh railway employees, this govt has consistently for last 6 years, being giving record bonus, equivalent to the wage of 78 days. This year also, 11,52,000 employees will get 78 days wage as bonus. This is the reward for productivity. pic.twitter.com/XnDpz2uHfc
— ANI (@ANI) September 18, 2019
২০১৭-১৮ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভা সমস্ত রেল কর্মীদের, আরপিএফ ও আরপিএসএফ কর্মী ছাড়া ৭৮ দিনের মজুরি সমপরিমাণ বোনাসের অনুমোদন দেওয়া হয়েছিল৷ যার ব্যয় ছিল ২০,৪৩ কোটি টাকা৷ এবার তার ব্যতিক্রম হয়নি৷
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফেও গত ২৮ মে ৪,০০০ টাকা বোনাস নেওয়ার ঘোষণা করা হয়৷ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা ৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন বলে জানানো হয়৷ গতবছর ৩৬০০ টাকার বোনাস বাড়িয়ে ৪০০ টাকা বাড়ানো হয়৷ ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে ৮ হাজার টাকা অগ্রিম বেতন পাওয়া যাবে বলেও জানানো হয় রাজ্যের তরফে৷