‘দেশের আশা ও স্বপ্ন বহন করছে চন্দ্রযান-৩’, উৎক্ষপণের আগে টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

‘দেশের আশা ও স্বপ্ন বহন করছে চন্দ্রযান-৩’, উৎক্ষপণের আগে টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

0fb8c03d396eaa636423cf97a15450d9

 নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর কিছুক্ষণের মধ্যেই চাঁদের পথে পা বাড়াবে চন্দ্রযান ৩৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা তো বটেই, উত্তেজনায় টগবগ করছে গোটা দেশবাসী৷ 

শুক্রবার দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩। তার কিছুক্ষণ আগেই সুদূর ফ্রান্স থেকে টুইট করে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজেশনকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘‘ঐতিহাসিক চন্দ্রাভিযান দেশের ‘আশা ও স্বপ্ন’ বহন করছে।’’

চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের সময় তিনি উপস্থিত থাকতে পারবেন না ঠিকই। তবে  টুইট বার্তায় চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করেছেন নমো।তিনি লেখেন- ‘‘১৪ই জুলাই২০২৩ তারিখটি  ভারতের মহাকাশ ক্ষেত্রে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চন্দ্রযান-৩, আমাদের তৃতীয় চন্দ্র অভিযান আজ  যাত্রা শুরু করবে। এই অসাধারণ মিশন আমাদের জাতির আশা ও স্বপ্ন বহন করবে৷’’

ইসরোর মহাকাশবিজ্ঞানীদের বাহবা দিয়ে মোদী আরও বলেছেন, “এবারের মিশন সফল হলে চাঁদে বসবাস করার একটা জায়গা হবে। বাড়ি বানিয়ে থাকা যাবে সেখানে।” মোদীর কথায়, “এক সময় মনে করা হত চাঁদ নিষ্প্রাণ, রুক্ষ, থাকার অযোগ্য। কিন্তু চন্দ্রযান-১ মিশন দেখিয়ে দিয়েছে চাঁদ ভৌগোলিকভাবে অনেক সক্রিয়। চাঁদে জল থাকলেও থাকতে পারে। চাঁদের পিঠে বরফ থাকার সম্ভাবনা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *