কলকাতা: পেশার স্বার্থে সরকারি স্কুল শিক্ষকদের টিউশনি বন্ধের দাবি তুলে শ্যামনগরে ঋষি অরবিন্দ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্মারকলিপি দিয়েছেন গৃহশিক্ষকদের একাংশ৷
প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, শিক্ষকরা দপ্তরের নির্দেশ অমান্য করে গৃহশিক্ষকতা করছেন৷ যদিও স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরও স্কুল শিক্ষকরা টিউশনি বন্ধ করছেন না বলে অভিযোগ৷ এরপর সহকারী শিক্ষকদের টিউশনি বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান গৃহশিক্ষকদের একাংশ৷
তাঁদের দাবি, প্রতিটি হাইস্কুলে আগামী দিনে স্মারকলিপি জমা দেওয়া হবে৷ অভিযোগ, প্রত্যেকটি স্কুলের বেশিরভাগ শিক্ষক এখনও পর্যন্ত গৃহশিক্ষকতা করেছেন৷ যদিও রাজ্য সরকারের নির্দেশ আছে স্কুল শিক্ষকতা করতে পারবেন না৷ তবুও সেই নির্দেশ যথাযথ পালন হচ্ছে না বলেও অভিযোগ৷