দাবি আদায়ে সরকারি কর্মীদের পরিবারকে আন্দোলনে নামানোর বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেসরকারি করণের পিছনে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যাংক কর্মচারী সংগঠনের বৈঠক থেকে কেন্দ্রীয় কর্মীদের আন্দোলনে নামার বার্তার তৃণমূল সুপ্রিমোর৷ একই সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ের জন্য প্রয়োজনে পরিবারদের সঙ্গে নিয়ে রাজপথে নামার বার্তা দেওয়ার পাশাপাশি দিল্লিতে ধর্না দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লাভজনক এয়ার ইন্ডিয়া

দাবি আদায়ে সরকারি কর্মীদের পরিবারকে আন্দোলনে নামানোর বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেসরকারি করণের পিছনে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যাংক কর্মচারী সংগঠনের বৈঠক থেকে কেন্দ্রীয় কর্মীদের আন্দোলনে নামার বার্তার তৃণমূল সুপ্রিমোর৷ একই সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের দাবি-দাওয়া আদায়ের জন্য প্রয়োজনে পরিবারদের সঙ্গে নিয়ে রাজপথে নামার বার্তা দেওয়ার পাশাপাশি দিল্লিতে ধর্না দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লাভজনক এয়ার ইন্ডিয়া বন্ধের ষড়যন্ত্র করছে কেন্দ্র৷ মানুষ কথা বলতে ভয় পাচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করুন৷ বেসরকারি করণের জন্য প্রতিরক্ষা, ব্যাংকিং ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে৷ বিএসএনএল কর্মীরা বেতন পাচ্ছেন না৷ আমার বিরোধিতা করলেও কারো চাকরি খাই না৷ মানুষের প্রয়োজনে কথা বলছে না কেউ৷ চাকরিজীবীরা প্রতিবাদ করুন পরিবারকে দিয়ে৷ গায়ের জোরে যা ইচ্ছে তাই করছে কেন্দ্রী৷ আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে পথে নামারও বার্তা দেন মুখ্যমন্ত্রী৷ ১৮ অক্টোবর বেলা দু’টোয় মহামিছিলের ডাক দিয়েছেন তিনি৷ কেন্দ্রের বিভিন্ন শ্রমিক নীতির প্রতিবাদ জানিয়ে মিছিল হবে বলেও আগাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর৷

এদিন ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্র সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে সরব হন মমতা৷ বলেন ব্যাঙ্কগুলিকে অন্যায় ভাবে সংযুক্তিকরণ করানো হচ্ছে৷ এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র৷ ব্যাংকিং সেক্টরগুলিতে বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র৷ এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে ময়দানে নামতে হবে৷
কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে এবার মাঠে নামার বার্তা দেন৷ প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি৷ কাজের দিনে সরকারি কর্মচারীদের মাঠে নামার বার্তা দেন মমতা৷ একইসঙ্গে দিল্লিতে দিল্লি রাজপথেও ধর্নার ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =