বেঙ্গালুরু: ইউপিএ বা ‘ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’ জোটের নাম পরিবর্তিত হয়ে এখন হয়েছে ইন্ডিয়া বা ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স’। বিরোধী জোটের নতুন নাম হওয়ার পরেই বিজেপিকে নাম নিয়ে আক্রমণ শানাতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় বিজেপিকে কার্যত ‘ওপেন চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়ে মমতা বললেন, পারলে তাঁদের চ্যালেঞ্জ করুক বিজেপি। একই সঙ্গে তাঁর বক্তব্য, পারলে তাঁদের হারিয়ে দেখাক বিজেপি।
আজ বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখেন বাংলার শাসক দলের প্রধান। বিজেপিকে পরিচিত ভাষায় তোপ দাগলেন তিনি। যদিও এই বিরোধীদের মধ্যে ‘ঐক্য’ কতটা আছে তা নিয়ে কিন্তু আজও প্রশ্ন থেকেই গেল। কারণ বিরোধী নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নাম নেননি মমতা, অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে মাঝে মাঝে কথা বলতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে তাঁকে ‘আমাদের প্রিয় (ফেভারিট) রাহুল গান্ধী’ও বলেন তিনি। যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে হাজির আরও বেশ কয়েক জন নেতার নাম করেননি তৃণমূল নেত্রী।
জানা গিয়েছে, পরবর্তী বিরোধী জোটের বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। তবে সেই বৈঠকের আগে জোটের ১১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কারা কারা থাকবেন এই কমিটিতে তাও ওই বৈঠকের আগেই ঠিক করা হবে। তবে এই মুহূর্তে বলা যায়, পুরনো অস্তিত্ব ত্যাগ করে এখন কংগ্রেস নেতৃত্বাধীন নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল।