সরকারি নির্দেশে বিপাকে বহু শিক্ষক, ফের জারি বিদ্রোহ

কলকাতা: স্টাফ প্যাটার্ন তৈরি নামে শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মূলত এই অভিযোগ তুলে এবার সরব হলেন শিক্ষকদের একাংশ। শিক্ষকদের অভিযোগ, শিক্ষা দপ্তরের অঙ্গুলিহেলনে দিয়া এদের মাধ্যমে স্টাফ প্যাটার্ন তৈরির জন্য তড়িঘড়ি শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হচ্ছে। তাও আবার উৎসবের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষকদের এই কাজ দ্রুত শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে

সরকারি নির্দেশে বিপাকে বহু শিক্ষক, ফের জারি বিদ্রোহ

কলকাতা: স্টাফ প্যাটার্ন তৈরি নামে শিক্ষকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মূলত এই অভিযোগ তুলে এবার সরব হলেন শিক্ষকদের একাংশ।

শিক্ষকদের অভিযোগ, শিক্ষা দপ্তরের অঙ্গুলিহেলনে দিয়া এদের মাধ্যমে স্টাফ প্যাটার্ন তৈরির জন্য তড়িঘড়ি শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হচ্ছে। তাও আবার উৎসবের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষকদের এই কাজ দ্রুত শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন শিক্ষকদের একাংশ। নতুন ভাবে অনলাইনে স্টাফ প্যাটার্ন আপলোড করা ও হার্ডকপি শিক্ষকদের স্বাক্ষর করে সেটি নথি সাবমিট করতে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও সরব হয়েছেন শিক্ষকরা।

এই বিষয়ে প্রতিবাদে সরব হয়েছে শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, “আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, শিক্ষা দপ্তরের সুনির্দিষ্ট নির্দেশিকা ব্যতিরেকে কোনও ভাবেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। উচ্চ ক্যাটাগরির শিক্ষক-শিক্ষিকাদের নিম্ন ক্যাটাগরিতে নামিয়ে আনার মাধ্যমে ভবিষ্যতে তাঁদের উপর যে আর্থিক বঞ্চনার খাঁড়া নেমে আসবে না তার গ্যারান্টি কোথায়? ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা বলতে চাই এইরকম ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকরা হার্ড কপিতে স্বাক্ষর করবেন না।”

তাঁর আরও দাবি, “কেননা, বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকারা অধিকাংশই নর্মাল সেকশনের জন্য নিয়োজিত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ অনার্স/পিজি ক্যাটাগরি রয়েছেন আবার কেউ শুধুমাত্র পাশ গ্রাজুয়েট ক্যাটাগরি রয়েছেন। আজ যদি আমরা নিরবে তা মেনে নিই তাহলে তাঁদেরকে আপার প্রাইমারিতে নিয়ে আসার মাধ্যমে ভবিষ্যতে যদি লোয়ার স্কেলে যেতে বাধ্য করা হয় তখন তা মেনে নেওয়া যায় কি? আসুন প্রতিবাদে সামিল হই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *