সরকারি কর্মীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

কলকাতা: দেবীপক্ষের সূচনার আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল নবান্ন৷ বেতন কমিশনের সুপারিশ অনুমোদন দেওয়ার পর এবার রোপা আইন ২০১৯ চালু করল রাজ্য সরকার৷ আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই নয়া বেতন কাঠামো৷ তবে, সুখবর থাকলেও আছে বড়সড় অস্বস্তি৷ রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে কোন শাখায় কোন গ্রেডের কর্মীদের কত বেতন

সরকারি কর্মীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

কলকাতা: দেবীপক্ষের সূচনার আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল নবান্ন৷ বেতন কমিশনের সুপারিশ অনুমোদন দেওয়ার পর এবার রোপা আইন ২০১৯ চালু করল রাজ্য সরকার৷ আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই নয়া বেতন কাঠামো৷ তবে, সুখবর থাকলেও আছে বড়সড় অস্বস্তি৷

রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে কোন শাখায় কোন গ্রেডের কর্মীদের কত বেতন পাবেন, তার নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ মূলত ষষ্ঠ বেতন কমিশনের পরিপ্রেক্ষিতে রোপা ২০১৯ জারি হয়েছে৷ রাজ্য সরকারের তরফে ‘রোপা’ জারি করা হয়েছে গত বুধবার৷ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস ২০১৯ বা রোপা আইন ২০১৯ জারির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে অর্থ দপ্তরের ওয়েবসাইটে৷ কিন্তু, নয়া এই রোপা আইনে সাফ উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি বকেয়া এরিয়ার পাবেন না৷ ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত কোনও এরিয়ার দেওয়া হবে না৷ আর এতেই বাড়ছে সরকারি কর্মচারীরের মধ্যে ক্ষোভ৷ দেখে নেওয়া যাক নতুন রোপা ২০১৯ আইন অনুযায়ী বেতন কাঠামো কেমন হবে? (আরও বিস্তারিত জানতে রাজ্য সরকারের অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি দেখুন এই লিঙ্কে- www.wbfin.nic.in/writereaddata/ROPA%202019.pdf)

সরকারি কর্মীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

সরকারি কর্মীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

সরকারি কর্মীদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

এক নজরে দেখে নিন, বেতন কমিশনের সুপারিশে কোন কোন বিষয়ে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা? গ্র্যাচুইটি: গ্র্যাচুইটির উর্ধ্বসীমা বাড়িয়ে ছ’লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা করা করা হচ্ছে৷ ষষ্ঠ বেকন কমিশনের সুপারিশ ছিল ১০ টাকা৷ হাউজ রেন্ট অ্যালাওয়েন্স: সরকারি কর্মীদের বাড়ি ভাড়া বারাদ্দ ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করা হচ্ছে৷ বেতন কমিশনের সুপারিশ ছিল ১০ হাজার টাকা৷ এক্সট্রা ডিউটি অ্যালাওয়েন্স: ওভারটাইম ডিউটি করলে এখন কর্মীদের মাসে ২৫০ টাকা করে দেওয়া হয়৷ এখন তা বাড়িয়ে ৩০০ টাকা করা হচ্ছে৷ টিফিন অ্যালাওয়েন্স: ঘণ্টাপিছু কর্মীদের টিফিন অ্যালাওয়েন্স ১০ টাকা বাড়িয়ে তা ৩০ টাকা করা হয়েছে৷ সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে৷ বেতন কমিশন ২০ টাকা করার প্রস্তাব দিয়েছিল৷ মেডিক্যাল অ্যালাওয়েন্স: চিকিৎসা ভাতা বাবদ ৩০০ টাকার অনুদান বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে৷ বেতন কমিশন ৪০০ টাকা সুপারিশ করেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *