নয়াদিল্লি: বিজেপি জোটের সঙ্গে তাঁর দল নেই, আবার বিজেপি বিরোধী যে জোট হয়েছে তাতেও তিনি থাকতে চান না। কথা হচ্ছে, বিএসপি সুপ্রিমো মায়াবতীর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি? আসলে তাঁর মতে, বিজেপি নেতৃত্বাধীন NDA এবং কংগ্রেস-সহ ২৬ বিরোধী দলের জোট INDIA, দুটোই দলিত বিরোধী। তাই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়তে চান। যদিও অন্যরকম একটি ইঙ্গিতও তাঁর থেকে মিলেছে।
২০২৪ সালের ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা একত্রিত হয়ে এই ‘ইন্ডিয়া’ জোটের নামকরণ করেছে। খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে লোকসভা নির্বাচনের বহু আগেই হাওয়া গরম করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা। কিন্তু এই জোটে সামিল হওয়ার কোনও ইচ্ছা প্রকাশ করেননি বিএসপি সুপ্রিমো মায়াবতী। বরং তিনি বিজেপি জোট এবং বিরোধী জোটকে একই আসনে বসিয়েছেন। তবে লোকসভার জন্য তিনি কোনও কোনও রাজ্যে স্থানীয় দলের সঙ্গে জোটেরও ইঙ্গিত দিয়েছেন। আসলে মায়ার সাফ দাবি, এই জোটও দলিত এবং মুসলিম বিরোধী। তারা জোট গড়ছে শুধুই ক্ষমতা দখলের জন্য।
কিন্তু হঠাৎ জোটের এই নাম হল কেন? কার মাথা থেকে বেরল এই ‘ইন্ডিয়া’ নাম? জানা গিয়েছে, বিজেপি বিরোধী জোটের নামের সঙ্গে ইন্ডিয়া বা ভারত রাখার প্রস্তাব প্রথমে এনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও তিনি নিজে এই নাম প্রস্তাব করার আগে অনেকের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। জোটের নয়া নাম ঘোষণার দায়িত্ব তৃণমূল সুপ্রিমোর ওপর।