প্রাথমিক শিক্ষক হতে কি কোনও যোগ্যতা লাগে না? বিস্ফোরক পার্থ

কলকাতা: প্রাথমিকে শিক্ষকতার করতে গেলে কি কোনও যোগ্যতার প্রয়োজন হয় না? প্রাথমিকের শিক্ষকতা চাকরি কি সহজলভ্য? যেকোনও যোগ্যতায় সেই চাকরি পাওয়া যায়? প্রাথমিক শিক্ষকদের বিড়ম্বনায় ফেলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নারদকাণ্ডে আইপিএস মির্জাকে গ্রেপ্তার করেছে সিবিআই৷ মির্জাকে জেরা করে মুকুল রায়ের যোগ খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা৷ আর সেই সূত্র ধরে ইতিমধ্যেই

প্রাথমিক শিক্ষক হতে কি কোনও যোগ্যতা লাগে না? বিস্ফোরক পার্থ

কলকাতা: প্রাথমিকে শিক্ষকতার করতে গেলে কি কোনও যোগ্যতার প্রয়োজন হয় না? প্রাথমিকের শিক্ষকতা চাকরি কি সহজলভ্য? যেকোনও যোগ্যতায় সেই চাকরি পাওয়া যায়? প্রাথমিক শিক্ষকদের বিড়ম্বনায় ফেলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

নারদকাণ্ডে আইপিএস মির্জাকে গ্রেপ্তার করেছে সিবিআই৷ মির্জাকে জেরা করে মুকুল রায়ের যোগ খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা৷ আর সেই সূত্র ধরে ইতিমধ্যেই মুকুল রায়কে জেরা করেছে সিবিআই৷ মির্জাকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের বাড়িতে নাকদকাণ্ডের পুনর্নির্মাণ করেছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ শনিবার বিকেলে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে মুকুল রায়৷ তৃণমূল নেত্রীকে আক্রমণ করে মুকুল রায় বলেছিলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করা যাবে না৷ কিন্তু আমি বলছি সিবিআই যতবার ডাকবে, যখন ডাকবে, আমি চলে যাব৷ এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই আমার বিরুদ্ধে বড়সড় চক্রান্ত করছেন৷ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ যে কেউ ধরা পড়লে তাঁকে বলা হচ্ছে মুকুল রায়ের নাম নিতে৷’’

মুকুল রায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে প্রাথমিক শিক্ষকদের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়কে রাস্তা থেকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করেছিলেন৷ জাহাজ মন্ত্রী বানিয়েছিলেন৷ রেলমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী না থাকলে ওঁ সাধারণভাবে একটা প্রাইমারি টিচারের চাকরিও পেত না৷ সেই নেত্রীকে কেন এত আক্রমণ? কৃতজ্ঞতাবোধ কি বঙ্গজীবন থেকে মুছে যাচ্ছে?’’

কিন্তু শিক্ষামন্ত্রী গলায় রাজনৈতিক জবাবের পরিপ্রেক্ষিতে কেন প্রাথমিক শিক্ষকদের প্রসঙ্গ উঠে এল? তা নিয়ে উঠছে প্রশ্ন৷ প্রাথমিক শিক্ষকদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, আদতে শিক্ষামন্ত্রী তাঁর একদা সতীর্থ মুকুল রায়কে আক্রমণ করতে গিয়ে যেভাবে প্রাথমিক শিক্ষকদের তুলনা করলেন, তাতে মনে হচ্ছে প্রাথমিক শিক্ষকতার করতে গেলে যেন কোন যোগ্যতার প্রয়োজন হয় না৷ যে কেউ যেন এই চাকরি পেতে পারেন৷ প্রাথমিক শিক্ষকতার চাকরি কি খুবই নীচু স্তরের কাজ? এতটাই সহজলভ্য? যে কোনও অযোগ্য ব্যক্তি এই চাকরি পেতে পারেন? মুকুল রায় প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্য নয় বলে শিক্ষামন্ত্রী মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =