কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ মিটিয়ে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার ঘোষণা করেছে নবান্ন৷ নয়া বেতন কাঠামোয় মহার্ঘ ভাতা ও এরিয়ার নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ক্ষোভ থাকলেও এবার অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্ধিত পেনশনের হতে চলেছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে, আজ অথবা আগামিকালের মধ্যেই অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বর্ধিত হারে পেনশনের ঘোষণা করতে পারে রাজ্য৷
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন ৩৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০০ টাকা করা হতে পারে৷ সর্বোচ্চ পেনশন ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ একইসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুয়িটিও এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলে খবর৷ জানা গিয়েছে, পেনশন ব্রাঞ্চের পাঠানো প্রস্তাবে রাজ্য সরকারি কর্মচারীদের মতো গ্র্যাচুয়িটি অবসরপ্রাপ্ত কর্মীদেরও ১২ লক্ষ টাকা সর্বোচ্চ করারও প্রস্তাব পাঠানো হয়েছে৷ ২০১৬ সালের পয়লা জানুয়ারির পর যে সমস্ত কর্মীরা অবসর নিয়েছেন তাদের গ্রাচুইটি বাবদ ১২ লক্ষ টাকা করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷ এতদিন অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুয়িটি বাবদ ৬ লক্ষ টাকা পেতেন৷ কিন্তু সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়তে চলেছে নবান্ন৷
একইসঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মীদের মূল পেনশনের ওপর ইনক্রিমেন্ট মিলবে বলে জানা যাচ্ছে৷ ২০১৬ সাল থেকে ২০১৯ সালের এই চার বছরে তিন শতাংশ হারে পেনশনের ওপর ১২ শতাংশ ইনক্রিমেন্ট পাওয়া যাবে বলে সূত্রের খবর৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি না হলেও এক দু’দিনের মধ্যে সুখবর মিলতে পারে বলে নবান্ন সূত্রে খবর৷