বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদে সনিয়া-মোদী মোলাকাত, কী কথা হল দু’জনের?

বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদে সনিয়া-মোদী মোলাকাত, কী কথা হল দু’জনের?

নয়াদিল্লি: বৃহস্পতিবার থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। একাধিক ইস্যুতে সংসদে ঝড় উঠতে চলেছে। মণিপুর ইস্যুতে এককাট্টা হচ্ছেন বিরোধীরা৷ তারই মধ্যে তৈরি হল সৌহার্দ্যের নজির। এদিন, সংসদে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা সাংসদ সনিয়া গান্ধীকে দেখে তাঁর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সনিয়ার শারীরিক অবস্থা কেমন, সেই খোঁজ খবর নেন মোদী। 

উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সদ্যই তাঁর মায়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানে দেখা যায়, অক্সিজেন মাস্ক মুখে বিমানে বসে রয়েছেন সোনিয়া। আসলে বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে খারাপ আবহাওয়ার সোনিয়ার বিমানের জরুরি অবতরণ হয়। কংগ্রেস সংসদীয় দলের নেত্রী রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানে। এদিন সংসদের বাদল অধিবেশনের শুরুতেই দেখা গেল রাজনৈতিক সৌজন্যেরও অন্য এক ছবি৷ এদিন দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটে এগিয়ে গেলেন কংগ্রেসের সাংসদ সনিয়া গান্ধীর দিকে। তাঁর কাছে গিয়ে মোদী সনিয়াকে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷ জবাবে সনিয়া গান্ধী জানান তিনি ভালো আছেন। 

এদিকে, মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। ইতিমধ্যেই জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে দুই কুকি মহিলাকে বিবস্ত্র করে রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করা হয়৷ এই নির্মম ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল৷ প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। লোকসভা ভোটের আগে বাদল অধিবেশনে এই ইস্যুকে যে বিরোধীরা হাতিয়ার করবে, তা বলাই বাহুল্য৷ 

 ২০২৩-এর বাদল অধিবেশন আরও একটি দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।  কারণ এই প্রথমবার ২৬ টি বিরোধীদল একজোট হয়ে সংসদে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। ফলে জোটবদ্ধ বিরোধী শক্তির কাছে এই বাদল অধিবেশন নিঃসন্দেহে একটি টেস্ট৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =