টাকার অভাবে বন্ধ CRPF জওয়ানদের রেশন!

নয়াদিল্লি: দেশভক্তির জিগির তুললেও বন্ধ হল সিআরপিএফ জওয়ানদের রেশন ব্যবস্থা৷ ৮০০ কোটি টাকা বরাদ্দের অভাবে আপাতত লাটে উঠেছে জওয়ানদের রেশন! গত মাস থেকে টাকার অভাবে জওয়ানদের রেশন মানি অ্যালাউন্স বা আরএমএ বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি তুলেছেন সিআরপিএফের এক আধিকারিক৷ যদিও সিআরপিএফের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে৷ বরাদ্দ নেই, তাই

3 stocks recomended

নয়াদিল্লি: দেশভক্তির জিগির তুললেও বন্ধ হল সিআরপিএফ জওয়ানদের রেশন ব্যবস্থা৷ ৮০০ কোটি টাকা বরাদ্দের অভাবে আপাতত লাটে উঠেছে জওয়ানদের রেশন!

গত মাস থেকে টাকার অভাবে জওয়ানদের রেশন মানি অ্যালাউন্স বা আরএমএ বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি তুলেছেন সিআরপিএফের এক আধিকারিক৷ যদিও সিআরপিএফের তরফে এই খবর অস্বীকার করা হয়েছে৷ বরাদ্দ নেই, তাই টাকা বরাদ্দ বন্ধের খবর খারিজ করার পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই গত মাসের আরএমএ টাকা বন্টন করা হবে বলেও জানিয়েছে সিআরপিএফ কর্তৃপক্ষ৷ সিআরপিএফ জওয়ান ও নন গেজেটেড অফিসার আরএমএ পেয়ে থাকেন৷ এই টাকা তাঁদের বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়৷

সিআরপিএফের থেকে জানানো হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরএমএ বরাদ্দের সংস্কার করেছে৷ এরপর থেকেই প্রায় ৩ লক্ষ ২৫ হাজার জনের রেশন ভাতা বন্ধ হয়ে যাওয়া আরএমএ জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সিআরপিএফের পক্ষ থেকে ৮০০ কোটি টাকা চাওয়া হয়৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে টাকার জন্য অমিত শাহের দপ্তরে তিন দফায় তদবির করা হয়েছে বলে সূত্রের খবর৷ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =