পুজোর পর শিক্ষকদের দেওয়া হবে বোনাস, পঞ্চমীতে আশ্বাস মন্ত্রীর

কলকাতা: বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুজোর মুখে বোনাস না পেয়ে পুরমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসকে এমএসকে শিক্ষকদের একাংশ৷ পঞ্চমীর সকালে শিক্ষক বিদ্রোহের আঁচ পেয়ে তড়িঘড়ি সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সচিবকে ফোন করে এসএসকে, এমএসকের পুরসভার শিক্ষকদের বর্ধিত বেতন-সহ পুজোর বোনাস দেওয়ার আশ্বাস দেন৷ পুরমন্ত্রীর আশ্বাস পেয়ে ফিরে

পুজোর পর শিক্ষকদের দেওয়া হবে বোনাস, পঞ্চমীতে আশ্বাস মন্ত্রীর

কলকাতা: বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুজোর মুখে বোনাস না পেয়ে পুরমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এসএসকে এমএসকে শিক্ষকদের একাংশ৷ পঞ্চমীর সকালে শিক্ষক বিদ্রোহের আঁচ পেয়ে তড়িঘড়ি সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ সচিবকে ফোন করে এসএসকে, এমএসকের পুরসভার শিক্ষকদের বর্ধিত বেতন-সহ পুজোর বোনাস দেওয়ার আশ্বাস দেন৷ পুরমন্ত্রীর আশ্বাস পেয়ে ফিরে যান শিক্ষকরা৷

এই বিষয়ে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ থেকে মইদুল ইসলামব বলেন, ‘‘আজ পঞ্চমীর দিনে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের শিক্ষিকা পুরসভার এসএসকে শিক্ষকদের বোনাস-সহ অন্যান্য দাবিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির সামনে অবস্থানে বসেন৷ পুলিশের সঙ্গে আমাদের ধ্বস্তাধ্বস্তি হয়৷ পরে মন্ত্রী আমাদের ৫ জন প্রতিনিধির সঙ্গে দেখা করার আশ্বাস দেন৷ পরে বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষিকারা চেতলা পুজো কমিটির পাশে অফিসে অপেক্ষা করেন৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের ৫ জনের সঙ্গে দীর্ঘ ৪০ মিনিট বৈঠক করেন৷’’

তাঁর আরও দাবি, ‘‘আমাদের সামনে অর্থ সচিবকে ফোন করেন তিনি৷ জীবনের প্রথমবার আমাদের চার হাজার টাকা বোনাস দিতে নির্দেশ দেন৷ শিক্ষিকিদের ৪ মাস অন্তর বেতন হত পুরসভার মাধ্যমে৷ তা প্রতিমাসে দিতে নির্দেশ দেন তিনি৷ একই সঙ্গে ব্যাংকের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী৷ রাজ্যের সব পুরসভার শিক্ষিকাদের তালিকা চেয়ে পাঠান৷ মালদহ পুরসভার চেয়ারম্যানকে ফোন করেন শিক্ষিকদের বন্ধ বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন৷’’

সংগঠনের তরফে আরও বলা হয়েছে, ‘‘অবৈধ্যভাবে বেতন কাটা থেকে বিরত থাকতেও নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷ পঞ্চায়েতের এসএসকে, এমএসকে, এসদের বর্ধিত বেতনসহ অন্যান্য সুবিধা একই সময় থেকে পুরসভার শিক্ষিকাও পাবেন বলে জানান৷ আগামী ১৮ অক্টোবর পুরমন্ত্রী-সহ তাঁর সচিবেদের সঙ্গে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের বৈঠক হবে জানিয়েছেন তিনি৷ সেখানে পুরসভার সমস্যাগুলির সমাধান হবে৷ আগামী ১৬ তারিখের পরে বোনাস পাওয়া যাবে বলেও জানানো হয়েছে৷ দ্রুত বর্ধিত বেতন পাবেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =