স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷ এই বছরের শেষের দিকে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷

এই বছরের শেষের দিকে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে টেট হবে, নাকি এসএলএসটি প্রকাশিত হবে, সেটা এখনও পরিষ্কার নয়৷ তবে, টেটের যোগ্যতা অনুযায়ী অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা ফ্রেসার প্রার্থী হিসাবে আবেদন করতে পারেন৷ পেশাগত যোগ্যতা হিসাবে বিএড, এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, ডিএলএড, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে৷ কোন কোন পেশাগত যোগ্যতার প্রার্থীদের ডিগ্রি কোর্সের ডিগ্রি কোর্সে নম্বরের বাধ্যবাধকতা তা নিচে দেওয়া হল৷
যে কোন শাখার ডিগ্রি কোর্স পাসেরা এলিমেন্টারি এডুকেশনের দু’বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য৷ মোট অন্তত ৫০ শতাংশ ও সংরক্ষিত ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর পেয়ে যেকোনও শাখায় ডিগ্রি কোর্স পাসেরা, এক বছরের বিএড কোর্স পাস হলেও চলবে৷

মোট অন্তত ৪৫ শতাংশ, তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর পেয়ে যে কোনও শাখার ডিগ্রি কোর্স পাসেরা এনসিটিইর আগের নিয়ম অনুযায়ী এক বছরের বিএড কোর্স পাস হলেও চলবে৷ মোট অন্তত ৫০ শতাংশ, সংরক্ষিতদের ৪৫ শতাংশ নম্বরে যেকোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি কোর্সে পাশ হলেও চলবে৷ মোট অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোন শাখার উচ্চ মাধ্যমিক পাশের চার বছরের বিএ, বিএসসি কিংবা বিএ,বিএসসি পাশ হলে সুযোগ পাবেন৷ মোট অন্তত ৫০ শতাংশ, সংরক্ষিত এক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর পেয়ে কোনও শাখার ডিগ্রি কোর্স পাশের এক বছরের বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস করতে হবে৷

উপরের সব ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃতি প্রতিষ্ঠানে থেকে ডিপ্লোমা কোর্স করতে হবে৷ তবেই যোগ্য বলে বিবেচিত করবে স্কুল সার্ভিস কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =