PSC-র ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে? ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস কী? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷ এখনও পর্যন্ত পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়নি৷ তবে এই লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে৷ প্রথম ধাপে ১০০ নম্বরের

PSC-র ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে? ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস কী? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷

এখনও পর্যন্ত পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়নি৷ তবে এই লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে৷ প্রথম ধাপে ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে৷ জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ৪০ নম্বরে পরীক্ষা হবে৷ অঙ্কে থাকবে ৩০ নম্বর৷ ইংরেজিতে থাকবে ৩০ নম্বর৷ সময় থাকবে দেড় ঘণ্টা৷ দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে বর্ণনামূল৷ ইংরেজিতে ৫০ নম্বরের পরীক্ষা হবে৷ এই পেপারে রিপোর্ট, প্রেসি, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার মতো বিষয়৷ এছাড়াও বাংলা অথবা হিন্দিতে ৫০ নম্বরের পরীক্ষা হবে৷ সময় থাকবে এক ঘণ্টা৷ এই পেপারে থাকবে রিপোর্ট, ইংরেজি থেকে বাংলায় অনুবাদের মতো বিষয়৷ প্রথম ও দ্বিতীয় ধাপে সফল হওয়ার পর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে৷ প্রতিটি গ্রুপে আলাদা আলাদা কোয়ালিফাইং নম্বর থাকবে৷ প্রতিটি ধাপে কোয়ালিফায়িং নম্বর না পেলে সফল হতে পারবেন না৷

প্রথম ধাপে পরীক্ষায় হবে ইংরেজিতে৷ বিষয়ে থাকবে, ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, শব্দ সঠিক ব্যবহার৷ জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস ভূগোল দৈনন্দিন বিজ্ঞান ও ভারতসহ সাম্প্রতিক ঘটনা ও সমস্যার বিষয়ে প্রশ্ন থাকবে৷ আর অ্যারোমেটিকে প্রশ্ন থাকবে মাধ্যমিক পরীক্ষার অংকের সিলেবাস অনুযায়ী৷ প্রশ্ন হবে বাংলা ও ইংরেজিতে৷ দুটি পরীক্ষা একই দিনে হবে৷ চূড়ান্ত তালিকা তৈরি ও কম্পিউটার পরীক্ষার পর চূড়ান্ত পর্যায়ে নিয়োগ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 6 =