নয়াদিল্লি: সম্প্রতি নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাদল অধিবেশন শুরু হয়েছে পুরনো ভবনেই। আর সেখানে পায়রার উৎপাত রয়েছে বিস্তর। নীচের তলার বারান্দা থেকে উপরের অলিন্দে তাদের অনায়াস যাতায়াত৷ সেইসঙ্গে মলমূত্রের সমস্যাও রয়েছে। এই সমস্যা রুখতে সংসদের বারান্দায় প্লাস্টিকের তৈরি ছোট শলাকা সার দিয়ে লাগানো রয়েছে৷ যাতে সেখানে পায়রা এসে বসতে না পারে। তবে শুধু পায়রা নয়, সংসদ ভবনে কাকের উপদ্রবও রয়েছে৷ যদিও তাদের নজর অধিকাংশ সময়ই থাকে ক্যান্টিনের উচ্ছিষ্ট খাবারদাবারের দিকে৷ কিন্তু বুধবার, সংসদভবন চত্বরেই কাণ্ড ঘটাল এক কাক৷ সোজা উড়ে এসে ঠুকরে দিল আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার মাথা৷
সেই সময় রাঘব ফোনে কারও সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন৷ তাঁর হাতে ধরা ছিল একটা ফাইল। এমন সময় দেখা যায় হঠাৎ একটা কাক এসে তাঁর মাথায় ঠোক্কর দেয়। কাকের আক্রমণ থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেন রাঘব। সংসদ ভবনে উপস্থিত কোনও এক সাংবাদিক সেই মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করে নেন৷ কিছুক্ষণের মধ্যেই আপ নেতার উপর কাকের আক্রমণের সেই ছবি ভাইরাল হয়ে যায়।
সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লকে আবার রয়েছে বাঁদরের সমস্যা। তাদের ভয় দেখানোর জন্য মাঝে মধ্যেই হনুমান ভাড়া করে আনা হয়৷ প্রণব মুখোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালী ভেবেছিলেন, এই বাঁদরগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবেন। দিল্লিতে যে সকল মাস্টারপ্ল্যান গ্রিন এলাকা রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর কথাও ভেবেছিলেন৷ যদিও প্রণববাবুর সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি৷
झूठ बोले कौवा काटे 👇
आज तक सिर्फ सुना था, आज देख भी लिया कौवे ने झूठे को काटा ! pic.twitter.com/W5pPc3Ouab
— BJP Delhi (@BJP4Delhi) July 26, 2023
আম আদমি পার্টির মধ্যে রাঘব আজকাল শিরোনামে রয়েছে৷ না, শুধু রাজনৈতিক কারণে নয়৷ বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে৷ খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা৷ তবে রাঘব আগাগোড়াই বেশ চনমনে। খুব অল্প বয়সে আন্না হাজারের ইন্ডিয়া এগেইনস্ট করাপশন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন৷ পরে আম আদমি পার্টি তৈরি হলে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম মুখপাত্র৷ দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়কও হন৷ পরে পঞ্জাব থেকে রাজ্যসভায় আপ সদস্য হিসাবে নির্বাচিত হন রাঘব চাড্ডা৷
এই ছবি পোস্ট করে রাঘবকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ছবির কোলাজ করে দিল্লি বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিখ্যাত গানের লাইন৷ ছবিটির সঙ্গে তারা লিখেছে, ‘‘ঝুট বোলে কৌয়া কাটে। এটা আজ পর্যন্ত শুধু শুনেছিলাম। আজ তো দেখেও নিলাম৷ মিথ্যাবাদীকে কাক ঠোক্কর মারছে।’’