রেলের গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট একনজরে

কলকাতা: রেলের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস কী? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷ এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি৷ তবে ডিসেম্বরের আগে পরীক্ষা হচ্ছে না৷ সম্প্রতি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার নিয়ম ও

রেলের গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট একনজরে

কলকাতা: রেলের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত চাকরিপ্রার্থীদের একগুচ্ছ প্রশ্নের সুলুক সন্ধান৷ চাকরিপ্রার্থীদের তরফে প্রশ্ন ছিল, রেলের গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস কী? খোঁজ-খবর নিয়ে সেই প্রশ্নের জবাব এবার আজ বিকেল ডট কমের পাতায়৷

এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি৷ তবে ডিসেম্বরের আগে পরীক্ষা হচ্ছে না৷ সম্প্রতি পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার নিয়ম ও সংস্থার থেকে টেন্ডার নেওয়া হয়েছে৷ খুব শীঘ্রই পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন করবে৷ কম্পিউটার পরীক্ষা হবে অনলাইনে৷ পরীক্ষায় ১০০টি অবজেক্টিভ পরীক্ষা টাইপের প্রশ্ন থাকবে৷ জেনারেল সায়েন্সে ২৫ নম্বরের পরীক্ষা হবে৷ অংকে থাকবে ২৫ নম্বর৷ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ক্ষেত্রে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে৷ জেনারেল এওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে৷ সময় থাকবে দেড় ঘণ্টা৷

কলকাতা, রাঁচি রেল রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে প্রশ্ন হবে বাংলায়৷ পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে৷ তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত এক নম্বর কাটা যাবে৷ পরীক্ষায় ই-কল লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে৷

সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে৷ এই পরীক্ষায় থাকবে ছেলেদের ক্ষেত্রে, ৩৫ কেজি ওজনের কোনও বস্তুকে নিয়ে দু’মিনিটে ১০০ মিটার দূরত্ব বহন করতে হবে৷ একবার সুযোগ পাওয়া যাবে৷ দ্বিতীয় ৪ মিনিটে ১ হাজার মিটার দৌড়াতে হবে৷ সুযোগ একবার৷ মেয়েদের ক্ষেত্রে ২০ কেজি ওজনের কোনও বস্তুকে সঙ্গে নিয়ে দু’মিনিটে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে৷ মিলবে একবার সুযোগ৷ দ্বিতীয়ত, ৫ মিনিট ৪০ সেকেন্ড ১ হাজার মিটার দৌড়াতে হবে৷ সুযোগ থাকবে একবার৷ এরপর করা হবে সার্টিফিকেট ভেরিফিকেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =