৬ হাজারের বেশি FIR, গ্রেফতার নামমাত্র! মণিপুর পুলিশকে ধমক শীর্ষ আদালতের

৬ হাজারের বেশি FIR, গ্রেফতার নামমাত্র! মণিপুর পুলিশকে ধমক শীর্ষ আদালতের

নয়াদিল্লি: পুলিশ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়েছে। তারা হিংসা ঠেকাতে একদম ব্যর্থ। এদিন মণিপুর ইস্যুতে স্পষ্টভাবে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত তিন মাসে ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিছুই নেয়নি পুলিশ, এমন পর্যবেক্ষণ আদালতের। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তলব করেছে ডিজিকে। আগামী সোমবার দুপুর ২টোর মধ্যে আদালতে সশরীরে হাজির হতে হবে মণিপুর পুলিশের ডিজিকে।

সুপ্রিম কোর্টের বক্তব্য, গত কয়েক মাস ধরে যে হিংসার ঘটনা ঘটে চলেছে তাতে কড়া পদক্ষেপ নেয়নি পুলিশ। অন্তত ৬ হাজার এফআইআর হলেও গ্রেফতারি হয়েছে নামমাত্র, কেন তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। তথ্য বলছে, শেষ কয়েক মাসে মণিপুরে খুন হয়েছেন দেড়শোর বেশি মানুষ। ঘরছাড়া প্রায় ৬০ হাজার। তবুও রাজ্যের পুলিশ কাঙ্ক্ষিত গ্রেফতারি পর্যন্ত করতে পারেনি। পুলিশি তদন্ত অলসতায় ভরা বলেও ব্যাখ্যা করেছে দেশের সর্বোচ্চ আদালত। তাই গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে মণিপুর পুলিশের ডিজিকে তলব করা হয়েছে। 

উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি গত মে মাস থেকেই খারাপ। ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয় সেখানে। একাধিকবার জাতিসংঘর্ষ, হামলা, ভাঙচুর, আগুন লাগানো সবই হয়েছে সেখানে। সম্প্রতি দুই মহিলাকে গণধর্ষণ করার পর রাস্তায় বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারের আশায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =