পুলিশের মারেও থামবে না শিক্ষকদের ভাত-কাপড়ের লড়াই! ফের জারি বিদ্রোহ

কলকাতা: সম কাজে সম বেতনের দাবি জানিয়ে অনশন করতে গিয়ে শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করেছিল পুলিশ৷ রাতের অন্ধকারে কল্যাণি বাসস্ট্যান্ডে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনা গোটা রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল৷ শুরু হয়েছিল বিতর্ক৷ এবার সেই পুলিশের মার খেয়েও ফের নিজেদের দাবি-দাওয়া আদায়ে বিকাশ ভবনে অভিযানের প্রস্তুতি শুরু করল পার্শ্ব শিক্ষকদের সংগঠন৷ ন্যায্য বেতনক্রম, পূর্ণ শিক্ষকের মর্যাদা-সহ

পুলিশের মারেও থামবে না শিক্ষকদের ভাত-কাপড়ের লড়াই! ফের জারি বিদ্রোহ

কলকাতা: সম কাজে সম বেতনের দাবি জানিয়ে অনশন করতে গিয়ে শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করেছিল পুলিশ৷ রাতের অন্ধকারে কল্যাণি বাসস্ট্যান্ডে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনা গোটা রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল৷ শুরু হয়েছিল বিতর্ক৷ এবার সেই পুলিশের মার খেয়েও ফের নিজেদের দাবি-দাওয়া আদায়ে বিকাশ ভবনে অভিযানের প্রস্তুতি শুরু করল পার্শ্ব শিক্ষকদের সংগঠন৷

ন্যায্য বেতনক্রম, পূর্ণ শিক্ষকের মর্যাদা-সহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আগামী ১১ নভেম্বর কলকাতার বিকাশ ভবনে অভিযান করতে চলেছেন বাংলার কয়েক হাজার শিক্ষক৷ শিক্ষকদের এই আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে৷ জেলায় জেলায় চলছে সভা-সমিতির কাজ৷ এখনও পর্যন্ত ১৫টি জেলায় বিকাশ ভবন অভিযানের প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷

সংগঠনের অন্যতম নেতা ভগিরথ ঘোষ জানিয়েছেন, গটা বাংলা জুড়ে এই মুহূর্তে কমপক্ষে ৪৮ হাজার পার্শ্ব শিক্ষক কর্মরত রয়েছেন৷ পেশার তাগিদে কম বেতনে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ দীর্ঘ ১৩ বছর ধরে বঞ্চনার অন্ধকারে পড়ে রয়েছেন তাঁরা৷ অন্য শিক্ষকদের মতো তাঁরাও লাগাতার বিদ্যালয়ে শিক্ষা দান করে চলেছেন৷ অথচ মিলছে না সম কাজে সম বেতন৷ ন্যায্য বেতনক্রম চালু, পূর্ণ শিক্ষকের মর্যাদা, সম কাজে সম বেতন সহ রাজ্য সরকারি কর্মচারীদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে ফের পথে নামতে চলেছেন পার্শ্ব শিক্ষকেরা৷

দাবি আদায়ের জন্য একাধিকবার রাস্তায় নামতে বাধ্য হয়েছেন পার্শ্বশিক্ষকরা৷ প্রতিবার পুলিশের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাঁদের৷ গত ১৬ অক্টোবর পুলিশের হাতে মার খাওয়ার পর ফের ১১ নভেম্বর সমস্যা সমাধানের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ শিক্ষক সংগঠনের দাবি, এবার যদি পুলিশ মারে তাহলেও বিকাশ ভবন অভিযান রুখতে পারবে না পুলিশ৷ শিক্ষকরা তাঁদের দাবি-দাওয়া ছিনিয়ে আনবেনই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =