মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণায় ফের জারি বিদ্রোহ

শিলিগুড়ি: ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ে দু’বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ চালু করার মুখ্যমন্ত্রীর নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ চাকরিপ্রার্থী থেকে শিক্ষক মহল, এই ঘোষণা উষ্মা প্রকাশ করেছেন৷ প্রশাসনিক বৈঠক থেকে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ছাত্ররা কারা আছেন? তোমরা দু’তিনজন বল, কী বলতে চাও৷

মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণায় ফের জারি বিদ্রোহ

শিলিগুড়ি: ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ে দু’বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ চালু করার মুখ্যমন্ত্রীর নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ চাকরিপ্রার্থী থেকে শিক্ষক মহল, এই ঘোষণা উষ্মা প্রকাশ করেছেন৷

প্রশাসনিক বৈঠক থেকে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ছাত্ররা কারা আছেন? তোমরা দু’তিনজন বল, কী বলতে চাও৷ তোমাদের অনেক অভিনন্দন৷ তোমদের আগামী দিনের অনেক কাজ করতে হবে৷ আমি একটা ভাবছি, স্টুডেন্টদের নিয়ে রাজীব তুমি একটু ভাব৷ অমিত দাও আছেন৷ বিবেকও আছে৷’’

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক জায়গায় আমি দেখেছি স্টুডেন্টরা যখন পড়াশোনা করে, ইউনিভার্সিটি বা বিশেষ করে কলেজে ওঁরা একটা ইন্টার্নশিপ করে৷ অনেক রাজ্যে এটা চালু আছে৷ আমাদের রাজ্যে আমরা এটা চালু করছি না কেন? তাহলে ছেলেমেয়েরা একটা এক বছরের কাজ পাবে৷ দু’বছরের একটা প্রশিক্ষণ নিল৷ ওঁদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামে চলে এল৷ ওঁদের বায়োডাটাটা ভাল হল এবং ওঁদের চাকরির ক্ষেত্রে সুবিধা হল৷ এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম৷ এটা করে দাও তো৷ প্রথমে বিশ্ববিদ্যালয়গুলি ধর৷’’

এরপর ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তোমরা ইন্টার্নশিপ করতে চাও তো? সরকার যদি তোমাদের দু’বছর করে সুযোগ দেয়, তোমরা সরকারি প্রকল্পে কাজ করলে, প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে গেলে, প্রচার করলে৷ আস্তে আস্তে তোমার কাজ হয়ে গেল৷ এই প্রকল্পটা আমি নতুন প্রজন্মের উৎসর্গ করতে চাই৷ এটা আজকে আমি বলে গেলাম৷ বিশ্ববিদ্যালয় থেকে এগুলি শুরু করতে৷’’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘ধীরে ধীরে শিক্ষার সর্বস্তরে এই ইন্টার্ন শিক্ষক নিয়োগ ব্যবস্থা চালু হলে শিক্ষার যেটুকু মান রয়েছে তাও ধ্বংস হবে৷ আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি৷ এটি আসলে বেকারদের বেগার কাটানোর কৌশল৷ স্থায়ী শিক্ষক নিয়োগ না করে এভাবে বেকারদের জীবন নিয়ে ছেলেখেলা কোন মতেই মেনে নেওয়া যায় না৷ সামগ্রিকভাবে শিক্ষার মান নিম্নমুখী হবে৷ শিক্ষাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাবে৷’’

বাম যুবছাত্র নেতা ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, ‘‘পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারল না সরকার, এখন বলছে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করবে৷ ভুল তথ্য দিচ্ছেন৷ এর কোনও বাস্তবতা নেই৷ আগে উচ্চ প্রাথমিকে স্বচ্ছ ভাবে নিয়োগ করুক, পরে ইন্টার্নের গল্পটা সময় বলবে৷’’

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের বিষয়ে প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সেই বিতর্কের রেশ আরও খানিকটা বাড়িয়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *