টানা ৪ দিনের শিক্ষক বিদ্রোহে ফের তপ্ত বাংলা! তুঙ্গে ‘নভেম্বর বিপ্লবে’র প্রস্তুতি!

কলকাতা: আবারও বৃহত্তর আন্দোলনের পথে রাজ্যের শিক্ষকমহল৷ প্রাথমিক শিক্ষকদের PTR স্কেল, গ্র্যাজুয়েট শিক্ষকদের TGT স্কেল সহ একাধিক দাবিদাওয়া নিয়ে আগামী ৩,৪,৫ ও ৬ নভেম্বর নানান কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কর্মসূচির প্রথম তিনদিন অর্থাৎ ৩,৪ ও ৫ নভেম্বর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার শহীদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে৷ এরপর ৬ নভেম্বর

ce448534810b3ea2be1651fe434d0fd1

টানা ৪ দিনের শিক্ষক বিদ্রোহে ফের তপ্ত বাংলা! তুঙ্গে ‘নভেম্বর বিপ্লবে’র প্রস্তুতি!

কলকাতা: আবারও বৃহত্তর আন্দোলনের পথে রাজ্যের শিক্ষকমহল৷ প্রাথমিক শিক্ষকদের PTR স্কেল, গ্র্যাজুয়েট শিক্ষকদের TGT স্কেল সহ একাধিক দাবিদাওয়া নিয়ে আগামী ৩,৪,৫ ও ৬ নভেম্বর নানান কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে৷

কর্মসূচির প্রথম তিনদিন অর্থাৎ ৩,৪ ও ৫ নভেম্বর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতার শহীদ মিনারের পাদদেশে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়েছে৷

এরপর ৬ নভেম্বর উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘কলকাতা চলো’ কর্মসূচি রয়েছে৷ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে৷

২০১৯-এর শুরু থেকেই রাজ্যের শিক্ষকমহল বেতন বৃদ্ধি, পে-স্কেলে বৈষম্য, কর্মক্ষেত্রে বদলির অসামঞ্জস্যতা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছে৷ এর জেরে বিগত ২২ জুলাই গ্র্যাজুয়েট টিচারদের বেতনবৈষম্য নিয়ে হাইকোর্ট একটি রায় দেয়৷ সেই রায়ে ষষ্ঠ বেতন কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়৷

এরপর ৩০ আগস্ট শিক্ষক সংগঠনগুলি প্রয়োজনীয় সমস্ত অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মান্যতা সভা করে৷ শিক্ষক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে বেতন কমিশনের প্রথম পর্যায়ে শিক্ষকদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানিয়েছিল শিক্ষা দপ্তর৷ তবে দ্বিতীয় পর্যায়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছিল৷ এই দ্বিতীয় পর্যায়ের বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই বলেও ক্ষোভ প্রকাশ করে সংগঠনগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *