রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

কলকাতা: ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে আরও এক পদক্ষেপ৷ এখন থেকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট দিতে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ কেন্দ্রীয় সরকারের ‘জীবন প্রমাণ’ পোর্টালকে ব্যবহার করে ঘরে বসেই ডিজিটাল ব্যবস্থায় তাঁরা ট্রেজারিতে পাঠিয়ে দিতে পারবেন তাঁদের লাইফ সার্টিফিকেট৷ চলতি আর্থিক বছর থেকে রাজ্য সরকার এই নয়া ব্যবস্থা

রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

কলকাতা: ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে আরও এক পদক্ষেপ৷ এখন থেকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট দিতে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ কেন্দ্রীয় সরকারের ‘জীবন প্রমাণ’ পোর্টালকে ব্যবহার করে ঘরে বসেই ডিজিটাল ব্যবস্থায় তাঁরা ট্রেজারিতে পাঠিয়ে দিতে পারবেন তাঁদের লাইফ সার্টিফিকেট৷

চলতি আর্থিক বছর থেকে রাজ্য সরকার এই নয়া ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত নিল৷ শনিবার অর্থ দপ্তর এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ বায়োমেট্রিক ব্যবস্থা যুক্ত কম্পিউটার এমনকি অ্যানড্রয়েড মোবাইল ব্যবহার করেও এই সার্টিফিকেট দেওয়া যেতে পারে৷ এরজন্য jeevanpramaan.gov.in এই পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করে বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে অনলাইন ট্রেজারির অ্যাকাউন্টে যুক্ত হওয়া যাবে৷ তবে তার আগে পেনশন প্রাপকদের ট্রেজারিতে গিয়ে চিঠি দিয়ে তাঁদের পেনশন অ্যাকাউন্টের সঙ্গে বাধ্যতামূলক ভাবে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে৷ (পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন-wbfin.nic.in/writereaddata/5909-F(Y).pdf)

রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

রাজ্যে এই মুহূর্তে পেনশন প্রাপকের সংখ্যা প্রায় সাত লক্ষ৷ শুধু সরকারি কর্মচারী নয়, শিক্ষক, কেএমডিএর মতো বিভিন্ন স্বশাসিত সংস্থার কর্মীরাও রয়েছেন এই তালিকায়৷ ব্যাঙ্কের মাধ্যমে তাঁরা পেনশন পান৷ আইন মাফিক প্রতি বছরই ১ নভেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্কে গিয়ে ‘বেঁচে আছি’ এই লাইফ সার্টিফিকেট দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা বৃদ্ধদের কাছে অত্যন্ত হয়রানির বিষয়৷

অবসরপ্রাপ্তরা আবারও কাজে যোগ দিলে, অথবা বাড়ির অবিবাহিত কন্যা সন্তান পেনশনপ্রাপ্ত হলে তাদের ক্ষেত্রে এই ডিজিটাল পদ্ধতি কার্যকর হবে না৷ অর্থ দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, লাইফ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য অনলাইন ব্যবস্থা ‘জীবন প্রমাণ’ চালু করা হলেও অন্যান্য চিরাচরিত ব্যবস্থাগুলিও চালু থাকবে৷ অবসরপ্রাপ্ত কর্মীরা নিজেদের সুবিধা মতো দুটি পদ্ধতির যেকোনও একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *