কেন্দ্রের বিরোধিতায় হুইলচেয়ারেই সংসদে মনমোহন, রাত অবধি বসিয়ে রাখা নিয়ে কটাক্ষ BJP-র

কেন্দ্রের বিরোধিতায় হুইলচেয়ারেই সংসদে মনমোহন, রাত অবধি বসিয়ে রাখা নিয়ে কটাক্ষ BJP-র

নয়াদিল্লি:  ইতিমধ্যেই দিল্লি সার্ভিসেস বিল পাশ হয়েছে লোকসভায়৷ রাজ্যসভাতেই এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে এবং গতকাল তার উপর আলোচনাও হয়৷ এরপর হয় ভোটাভুটি। দিল্লির আমলাদের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া কেন্দ্র৷ সেই লক্ষ্য সংসদের উচ্চকক্ষে এই বিলটিকে পাশ করিয়ে নিতে চাইছে কেন্দ্র। এদিকে বিজু জনতা দল, ওয়াইএসআরসিপি-র মতো এনডিএ-জোটের বাইরে থাকা বেশ কিছু দলও এই বিলকে সমর্থন জানানোর বার্তা দিয়েছিল। এই আবহে বিল পাশ রুখতে বিরোধীরা সর্বশক্তি নিয়ে ঝাঁপায়৷ এমনকী গতকাল অসুস্থ শরীরেও বিরোধী জোটকে সমর্থন করতে রাজ্যসভায় হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ মনমোহন সিং। হুইলচেয়ারে বসেই তিনি অধিবেশনে যোগ দেন। হুইলচেয়ারে বসা তাঁর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল৷ 

রাজ্যসভায় দিল্লি অধ্যাদেশ বিল পাশ রুখতে সমস্ত সাংসদদের পাশে চেয়েছিল ‘ ইন্ডিয়া’। সেই কারণেই কংগ্রেস ও আম আদমি পার্টির তরফে হুইপ জারি করা হয়৷ সেই হুইপ মেনেই সোমবার সংসদে আসেব প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস সাংসদ মনমোহন সিং। এদিকে, অসুস্থ শরীরে প্রবীণ নেতাকে সংসদে টেনে আনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী জোটের নেতারা যখন প্রাক্তন প্রধানমন্ত্রী আসায় ধন্যবাদ জানিয়েছেন, তখন বিজেপির তরফে কংগ্রেসের তীব্র নিন্দা করা অসুস্থ মনমোহনকে সংসদে টেনে আনার জন্য।

এদিন ৯০ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানিয়ে আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডা এক্স লেখেন, “আজ রাজ্যসভায় ডঃ মনমোহন সিং অখণ্ডতার স্তম্ভ রূপে উপস্থিত ছিলেন। মূল্যবান এই সমর্থনের জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।” পাল্টা বিজেপি লেখে, “কংগ্রেসের এই পাগলামি গোটা দেশ মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *