অদ্ভুত ফোন নম্বরে লক্ষাধিক অ্যাকাউন্ট! ‘আয়ুষ্মান ভারতে’ বিরাট গরমিলের অভিযোগ

অদ্ভুত ফোন নম্বরে লক্ষাধিক অ্যাকাউন্ট! ‘আয়ুষ্মান ভারতে’ বিরাট গরমিলের অভিযোগ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত। কিন্তু এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এই প্রকল্পের CAG রিপোর্টে বড়সড় গরমিলের হদিশ মিলেছে। সংসদে পেশ হওয়া এই রিপোর্ট নিয়ে এখন হইচই শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, একই নম্বরে নথিভুক্ত হয়ে রয়েছে কয়েক লক্ষ অ্যাকাউন্ট। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু মৃত ব্যক্তির অ্যাকাউন্টেও প্রকল্পের টাকা গিয়েছে। সব মিলিয়ে এটিকে বড় কেলেঙ্কারি বলেই আখ্যা দিচ্ছে বিরোধী শিবির। 

আয়ুষ্মান প্রকল্প নিয়ে মূল অভিযোগ, কেবল ৯৯৯৯৯৯৯৯৯৯ নম্বরে ৭ লক্ষ ৪৯ হাজার ৮২০টি অ্যাকাউন্ট নথিভুক্ত হয়ে রয়েছে। শুধু তাই নয়, ৮৮৮৮৮৮৮৮৮৮ নম্বরে নথিভুক্ত আছে প্রায় ১ লক্ষ ৩৯ হাজার অ্যাকাউন্ট। এছাড়া ৯০০০০০০০০০০ এই নম্বরে ৯০ হাজারের বেশি অ্যাকাউন্ট সংযুক্ত আছে বলেই জানা গিয়েছে। পুরো বিষয়টিই নাকি CAG রিপোর্টে ধরা পড়েছে। সব মিলিয়ে ১০ লক্ষ বা তার বেশি অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ শুরু হয়েছে। আদতে এই অ্যাকাউন্ট আছে কিনা বা থাকলে এখানে জমা পড়া টাকা কারা পেয়েছে তা নিয়েই এখন চর্চা। এখানেই অবাক হওয়া শেষ নয়। CAG রিপোর্ট আরও বলছে, একাধিক মৃত ব্যক্তির চিকিৎসার খরচ বাবদ অর্থ বরাদ্দ করা হচ্ছে এই প্রকল্পে। 

রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০ হাজার এমন ব্যক্তি আছেন যারা মারা গিয়েছেন কিন্তু এই প্রকল্পের আওতায় তাদের চিকিৎসার খরচ বাবদ অর্থ এখনও দেওয়া হচ্ছে। আবার এই প্রকল্পে নথিভুক্ত প্রায় ৪৩ হাজার পরিবার এমন রয়েছে যাদের সদস্য সংখ্যা ১৫ জন থেকে ২০১ জন পর্যন্ত। আক্ষরিক অর্থে যা সম্ভব নয়। তাহলে এই প্রকল্পের টাকাগুলি যাচ্ছে কোথায়?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =