এবার পেনশন তহবিলে টাকায় হাত বাড়াচ্ছে কেন্দ্র, সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: এবারে দেশের জনতার পেনশন তহবিলে থাকা সঞ্চিত অর্থে হাত বাড়াতে চলেছে কেন্দ্র৷ শ্রমিকের সামাজিক সুরক্ষা কোড বিলে ইপিএফ পেনশন প্রকল্প তুলে দিয়ে নয়া বন্দোবস্ত আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷ ইতিমধ্যে শ্রম আইনে মজুরি আইন সংশোধন করেছে কেন্দ্র৷ নয়া মজুরি কোড চালু করে দিয়েছে মোদির সরকার৷ বিরোধীদের আশঙ্কা, সামাজিক সুরক্ষার নানা আইন তুলে দিতেই এই

এবার পেনশন তহবিলে টাকায় হাত বাড়াচ্ছে কেন্দ্র, সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: এবারে দেশের জনতার পেনশন তহবিলে থাকা সঞ্চিত অর্থে হাত বাড়াতে চলেছে কেন্দ্র৷ শ্রমিকের সামাজিক সুরক্ষা কোড বিলে ইপিএফ পেনশন প্রকল্প তুলে দিয়ে নয়া বন্দোবস্ত আনতে চলেছে কেন্দ্রের মোদি সরকার৷

ইতিমধ্যে শ্রম আইনে মজুরি আইন সংশোধন করেছে কেন্দ্র৷ নয়া মজুরি কোড চালু করে দিয়েছে মোদির সরকার৷ বিরোধীদের আশঙ্কা, সামাজিক সুরক্ষার নানা আইন তুলে দিতেই এই সামাজিক সুরক্ষা কোড আনা হয়েছে৷ নয়া বিধির আওতায় আনা হয়েছে ইপিএফ পেনশন প্রকল্প৷

বিরোধীদের অভিযোগ, ইপিএফ পেনশন প্রকল্প বন্ধ করে নয়া পেনশন প্রকল্পের আওতায় আসা হচ্ছে৷ এই সামাজিক সুরক্ষা কোড বিলে ৪টি সংশোধন করা হয়েছে৷ এবার চূড়ান্ত বিলে পেনশন প্রকল্প সংশোধনী আনা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ৷ মনে করা হচ্ছে আগামী শীত অধিবেশনে এই বিল আনা হতে পারে৷

এই বিলে মোদি সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষার প্রকল্পে পেনশনে যেটুকু আর্থিক দায় ছিল তা থেকে হাত গুটিয়ে নিতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷ যেমন ইপিএফ পেনশন প্রকল্পে বর্তমানে কেন্দ্র শ্রমিকদের মজুরির ১.১৬ শতাংশ অর্থ পেনশন তহবিলে জমা দিয়ে থাকে৷ নয়া কোড বিলে পেনশন প্রকল্পে ওই অর্থ দেওয়ার ব্যবস্থা থাকছে না বলে অভিযোগ বিরোধীদের৷

বিরোধীদের একাংশের দাবি, নয়া এই ব্যবস্থায় পরিস্কার, কেন্দ্র থেকে প্রাপ্য পেনশনের এই অর্থ দেওয়া পাকাপাকি ভাবে বন্ধ হতে চলেছে৷ নয়া এই ব্যবস্থা পেনশনের অর্থ লোপাটের বন্দোবস্ত বলে মনে করছে বাম প্রভাবিত শ্রমিক ইউনিয়নগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 13 =