নয়াদিল্লি: দেশে এই মুহূর্তে বেকার সমস্যা নিয়ে যখন বিরোধীদের সমালোচনা দৃষ্টি আকর্ষণ করছে৷ তখন ভারতের অর্থনৈতিক পর্যবেক্ষণ কেন্দ্র CMIE-র সমীক্ষার রিপোর্ট বলছে অন্যকথা৷
রিপোর্ট অনুসারে, চলতি বছরের গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে স্বল্প দক্ষতার কাজের ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে৷ চলতি বছরে গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত ৪০৪.৯ শতাংশ কর্মসংস্থান হয়েছে৷ যা বিগত দু’বছরের তুলনায় অনেকটাই বেশী৷ স্বল্প দক্ষতার কাজের ক্ষেত্র বেড়েছে ৭ লক্ষেরও বেশী৷ কৃষি, বস্ত্র শিল্প সহ অন্যান্য উৎপাদনমুখী কাজের ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে৷ তবে ম্যানুফ্যাকচারিং, আইটি ও ফিনান্সিয়াল সেক্টরে কর্মসংস্থানের বিষয়টি উদ্বেগজনক বলেও রিপোর্টে উল্লেখ করেছে CMIE৷
তবে স্বল্প দক্ষতায় কাজের সুযোগ বৃদ্ধির এই রিপোর্ট দেখে পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন, আদতে দেশের অর্থনীতির মন্দা এর প্রধান কারণ৷ কেননা, বিভিন্ন সংস্থা চাইছে কম মজুরিতে বেশি পরিমাণ কাজ৷ সে ক্ষেত্রে যদি অদক্ষ শ্রমিককে কম বেতন দিয়ে বেশি কাজ তুলে নেওয়া যায়, সে ক্ষেত্রে গুণগতমানের সঙ্গে সমঝোতা হলেও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে সংস্থা৷ মূলত এই ভাবনা থেকেই অদক্ষ শ্রমিক নিয়োগের প্রবণতা বাড়ছে৷ আর তাতেই মার খাচ্ছে দেশের ভবিষ্যৎ৷ কেন না গোটা দেশ জুড়ে প্রায় সাড়ে ৮ শতাংশ বেকারত্ব বেড়েছে৷ দক্ষ শ্রমিকদের পরিবর্তে অদক্ষ কর্মী নিয়োগের মধ্যে দিয়ে আসলে ব্যয় সংকোচনের পথে সংস্থাগুলি হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ আর তারই ফলাফল ধরা পড়েছে রিপোর্টে!