কলকাতা: ইতিমধ্যেই রাহুল গান্ধীকে সাজা শোনানো সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের ‘বেআইনি পদোন্নতি’র উপর স্থগিতদেশ দেওয়া হয়েছে৷ এ বার ‘রাগা’র সাজা বজায় রাখা গুজরাত হাই কোর্টের সেই বিচারপতিকে বদলি করে দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম বিচারপতি হেমন্ত প্রচ্ছককে গুজরাত থেকে পটনা হাই কোর্টে বদলি করেছে। তবে তিনি একা নন, দেশের অন্যান্য হাই কোর্টের আরও আট জন বিচারপতিকেও বদলি করা হয়েছে।
গত ৩ অগাস্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সংগঠিত হয় সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠক৷ ওই বৈঠকেই একাধিক বিচারপতির বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উল্লেখ্য, গত ৪ অগাস্ট মোদী পদবী মামলায় রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ আসতেই রাহুল গান্ধীকে সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল৷ গত ৭ জুলাই বিচারপতি প্রচ্ছক রাহুলের সেই আবেদন খারিজ করে দেন৷
২০১৯ সালে কর্ণাটকে লোকসভা ভোটের প্রচারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল৷ সেই অভিযোগেই গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হরিশ হাসমুখভাই বর্মা তাঁকে দু’বছর কারাদণ্ড দেয়৷। নিয়ম ভেঙে ওই বিচারকের পদোন্নতি হয়েছিল বলে অভিযোগ। গত ১২ মে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ তাঁর পদোন্নতিতে স্থগিতাদেশ দেয়।